বিচ্ছেদের মাঝেই সুখবর দিলেন টলি অভিনেত্রী নবনীতা দাস। দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকের সুবাদে টেলিদর্শকদের অন্দরমহলে বেজায় জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন নবনীতা দাস। তারপর থেকে ‘অর্ধাঙ্গিনী’, ‘মা তারা’-র মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন।
বেশ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন নবনীতা দাস। জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পরই চলছে বিস্তর আলোচনা, সমালোচনা।
এরই মধ্যে নবনীতাকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে টলি অন্দরে। এইবার বড়পর্দায় হাত পাকাতে চলেছেন নবনীতা।
মঙ্গলবার রাতে ফেসবুকে নায়িকার সঙ্গে রানা সরকার একটি ছবি পোস্ট করেন। তারপরই শুরু হয় জল্পনা। এই বিষয়ে মুখ খুলেছেন প্রযোজক রানা সরকার।
সিনেমায় কীরকম চরিত্রে দেখা যেতে পারে নবনীতাকে এই নিয়ে বেশ জোরালো চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। প্রযোজক জানিয়েছেন, ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে মা তারা চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। সেইরকমই কোনও চরিত্রে নবনীতাকে ভাবা হচ্ছে। সিনেমার পরিচালক না কি নবাগত। তবে, এখনই তাঁর নাম প্রকাশ্যে আনতে চাননি প্রযোজক।
পড়ুন: মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন কৃতি, ছবির পরিচালক কে?
নবনীতা এখনও নিজের প্রোফাইলে কিছু না করলেও, প্রযোজক রানা সরকার এই বিষয়ে সংবাদমাধ্যমে অল্প কিছুই জানিয়েছেন। তিনি জানান, এইকথা একেবারেই সত্যি যে নবনীতার সঙ্গে বড়পর্দায় কাজ করতে চলেছেন তিনি। অর্থাৎ, এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার পর তিনি ব্রেক পেতে চলেছেন বড়পর্দায়। প্রাথমিক কথাও সম্পন্ন হয়ে গেছে নবনীতার সাথে।
টলি অভিনেত্রী নবনীতা দাস এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ দীর্ঘদিনের প্রেমিক তথা স্বামী জিতুর সঙ্গে তাঁর বিচ্ছেদ কোনওভাবেই মেনে নিতে পারেননি নেটিজেনরা৷
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন