Homeখবরদেশ৭০ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে ৪০, ভূমিধসে ব্যাহত উদ্ধারকাজ

৭০ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে ৪০, ভূমিধসে ব্যাহত উদ্ধারকাজ

প্রকাশিত

দেহরাদুন: ফের ভূমিধস। উত্তরাখণ্ডের একটি নির্মীয়মান টানেলে ৭০ ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকা ৪০ জন শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে তুলেছে ওই ভূমিধস।

উদ্ধারকারী আধিকারিকরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে স্টিলের পাইপ ঢোকানোর জন্য ড্রিলিং মেশিন বসাতে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কয়েক ঘন্টা ব্যয় করেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে একটি ভূমিধসে প্ল্যাটফর্ম ভেঙে পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত মেশিনটি দিয়ে কাজ শুরু করতে বাধার সৃষ্টি হয়।

জানা গিয়েছে, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের বেরিয়ে আসার জন্য ড্রিলিং মেশিনটি একটি পথ তৈরি করবে। ওই টানেলের প্রায় ২১ মিটার স্ল্যাব অপসারণ করা হয়েছে এবং এখনও ১৯ মিটার পথ পরিষ্কার করা সম্ভব হয়নি।

উত্তরকাশী জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে আটকে পড়া শ্রমিকদের মঙ্গলবার সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হতে পারে। যদিও তা এখনও সম্ভব হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি বলেন, “যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে আটকে পড়া শ্রমিকদের বুধবারের মধ্যে সরিয়ে নেওয়া হবে।” কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, ড্রিলিং মেশিনের জন্য তৈরি করা প্ল্যাটফর্মটি ভেঙে ফেলতে দেখা গিয়েছে। অন্য একটি আপডেটে বলা হয়েছে, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে একটি নতুন ড্রিলিং মেশিন বসানোর কাজ চলছে।

প্রসঙ্গত, রবিবার দীপাবলির দিন উত্তরকাশীতে ঘটে এই ভয়ানক বিপর্যয়। কেন্দ্রের ‘চার ধাম অল ওয়েদার হাইওয়ে’ প্রকল্পের অঙ্গ হিসাবে সিলাকায়ারা থেকে পোলগাঁও পর্যন্ত যে সাড়ে ৪ কিমি দীর্ঘ টানেল তৈরি হচ্ছে তারই একটি অংশ রবিবার ধসে পড়ে। ফলে  আটকে পড়েন ওই সুড়ঙ্গে কর্মরত ৪০ জন শ্রমিক। ওই টানেল তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রীর দূরত্ব ২৬ কিমি কমে যাবে।

আরও পড়ুন: উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ এসে পৌঁছোল  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।