Homeখবররাজ্যসর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেল ৫ ডিগ্রিরও বেশি, শীত ফিরবে কবে

সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেল ৫ ডিগ্রিরও বেশি, শীত ফিরবে কবে

প্রকাশিত

কলকাতা: কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি। শনিবার ভোরসকাল থেকেই মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ছিল-ই। তবে হঠাৎ করে এতটা যে বাড়বে, তা অনুমানের বাইরে।

এ দিন ঘন কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল অনেকটা। পৌঁছে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যদিও অনুমান করা হয়েছিল, ১৭-র আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ ফের ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। 

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রাজ্য জুড়েই শনিবার ও রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও হাওড়া এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। ফের সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। আপাতত কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি ফিরবে না। তবে শীতের আমেজ থাকবে।

 আবহাওয়াবিদরা জানাচ্ছে, ১৩-১৫ জানুয়ারি সাময়িক বিরতি নেবে শীত। তার পর ফের উল্লেখযোগ্য পতন ঘটবে পারদে। শীত কিন্তু আরও বেশি দাপট নিয়ে ফিরে আসবে ১৬ জানুয়ারি থেকে। ওই সময় ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রা হতে পারে কলকাতায়।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা।

আরও পড়ুন: সখের বাজার মেট্রো স্টেশনের নাম পালটে বড়িশা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল অষ্টম জাতীয় নাট্য উৎসব। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার কী অবস্থা?

কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাজুড়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।

গত ৫ বছরের মধ্যে শীতলতম শীত! কাঁপছে কলকাতা–দক্ষিণবঙ্গ, দার্জিলিঙে ৪ ডিগ্রি; তুষারপাতের সতর্কতা

গত পাঁচ বছরের মধ্যে শীতলতম শীত কলকাতা ও দক্ষিণবঙ্গে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে, তুষারপাতের সতর্কতা জারি। রাজ্যের বিভিন্ন জেলায় ৬-১০ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত, ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল।