Homeখবররাজ্যজেলায় জেলায় বৃষ্টি, সকালে আকাশের মুখভার কলকাতায়

জেলায় জেলায় বৃষ্টি, সকালে আকাশের মুখভার কলকাতায়

প্রকাশিত

ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই ক্রমশ দাপট বাড়াচ্ছে গরম। চলতি সপ্তাহের শুরুতে এ যাবৎকালীন ফেব্রুয়ারির উষ্ণতম দিন ছিল। তাই এ বারে গ্রীষ্মের দাবদাহ গায়ে জ্বালা ধরাবে বলে মনে করছেন আবহবিদরা। তবে তার আগে, কয়েকটি জেলায় ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি।

উত্তরবঙ্গে শীতের আমেজ মাঝে মধ্যে ফিরে এলেও দক্ষিণ থেকে পাততাড়ি গুটিয়েছে শীত। গত কয়েক দিনে শীতের আমেজ কার্যত উধাও। সেই তুলনায় বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। বৃহস্পতিবার সেই রেশই বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ২২ এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও এখনও বৃষ্টির সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি গত কয়েক দিনের তুলনায় কমবে কিছুটা।

বুধবার সন্ধ্যায় দুই বঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। মালদহ, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার এবং আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলা ছাড়াও বীরভূমে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তার ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের গোড়াতেই বাড়বে গরম। প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিক থেকেই। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ভারতের যেভাবে লু চলে সে ভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন: আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা!

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...