Homeরাজ্যপূর্ব মেদিনীপুর'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা চন্দ্রিমা

‘পিসি-ভাইপোকে গ্যারাজ করব’, নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা চন্দ্রিমা

প্রকাশিত

পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার (১৪ মার্চ) নন্দীগ্রামে শহিদ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করেই এ দিন তীব্র আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে। হুঁশিয়ারি দিয়ে বললেন, “সিপিএমকে সাফ করেছি,পিসি-ভাইপোকেও গ্যারাজ করব”। তাঁর এই মন্তব্য ঘিরে স্বভাবতই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। নন্দীগ্রাম যাওয়ার পথেই শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।

মঙ্গলবার, ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে সেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট অবশ্য সেই সভার অনুমতি দেয় একাধিক শর্তসাপেক্ষে। অধিকারী পাড়ায় একদিকে কীর্তন, এবং অপরপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। আর তারই মাঝে শহিদ দিবস পালন। নির্দিষ্ট সময়ে সভায় পৌঁছে শহিদ বেদিতে মাল্যদান করেন নন্দীগ্রামের বিধায়ক।

শুভেন্দু এ দিন বলেন, “পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস। এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে , সাফ করব। শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম, সিপিএমকে সাফ করেছি, এ বার পিসি-ভাইপোকেও একেবারে গ্যারাজ করব। আগামী বছর দেখা হবে, ভাইপো বাইরে থাকবে না কি ভিতরে থাকবে? ২০২৪ সালের ১৪ মার্চ দেখা হবে। যারা যা যা করছে চন্দ্রগুপ্তর ডাইরিতে লেখা থাকল। লক্ষ্মণ শেঠদের অবস্থা যা হয়েছে, আপনাদের অবস্থাও ভবিষ্যতে তাই হবে”।

অন্য দিকে, আদালতের নির্দেশে সাড়ে ১০টার পর নন্দীগ্রামের সভা করার অনুমতি মিলেছে তৃণমূলের। সেখানকার অনুষ্ঠানে হাজির রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাস্তায় যেতে যেতে শুভেন্দুর হুঁশিয়ারি প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, “যাঁরা এসব বলছেন, তাঁরা নিজেরা কবে গ্যারেজড হয়ে যাবেন, জানেন না। আর শহিদ দিবসে ‘গ্যারেজ’ করে দেওয়ার কথা যাঁরা বলতে পারে, তাঁরা শহিদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল, তা বোঝাই যাচ্ছে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর, জমি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দু অধিকারীর। জমি কেনা নিয়ে বিতর্কে তৃণমূল।

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনের বিভ্রাটে প্রসূতির মৃত্যু এবং চারজনের আশঙ্কাজনক অবস্থা। পরিবারের অভিযোগ, স্যালাইনের গুণগত মানেই মৃত্যুর কারণ।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে খুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রামের মহিলারা গণপিটুনিতে হত্যা করেছেন বলে অভিযোগ। মহিলার মৃত্যুর পর এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।