Homeবিনোদনফের সুখবর! কবে আসছে ‘আরআরআর ২’? কি বললেন জুনিয়র এনটিআর?   

ফের সুখবর! কবে আসছে ‘আরআরআর ২’? কি বললেন জুনিয়র এনটিআর?   

প্রকাশিত

বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছে সম্পূর্ণ ‘আরআরআর’ টিম। নাটু নাটু গানের জন্য অ্যাকাডেমি পুরস্কার জিতেছে এমএম কিরাবাণীর এই গান। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে  ‘আরআরআর’। তার মধ্যেই আবার বড় সুখবর। 

অস্কার অনুষ্ঠানে ‘আরআরআর ২’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে জুনিয়র এনটিআর বলেন, ‘আরআরআর’এর সিক্যুয়েল যে আসবে সেই বিষয়ে তিনি নিশ্চিত। তবে শ্যুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানেন না অভিনেতা। সাউথ সুপারস্টারের কথায়, পরিচালক রাজামৌলী এখনও এই বিষয়ে কিছু জানাননি।

 শ্যুটিংয়ের নির্দিষ্ট তারিখ না জানা গেলেও দক্ষিণী অভিনেতার উত্তরে এটা স্পষ্ট যে এসএস রাজামৌলি ‘আরআরআর’ ছবির দ্বিতীয়  সিক্যুয়েল বানাতে চলেছেন।

 রাজামৌলী পরিচালিত ছবিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি আদায় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। ভারতের সিনেপ্রেমী মানুষরা তো বটেই, বিদেশের দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই দুই দক্ষিণী অভিনেতাকে। গত বছর ‘আরআরআর’ দেখার পর থেকেই ‘আরআরআর ২’র জন্য অপেক্ষা করছেন দর্শকরা। অস্কার জেতার পরই দর্শকদের সুখবর দিয়ে দিলেন জুনিয়র এনটিআর।

 অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার জিতে দেশকে গর্বিত করা ‘আরআরআর’ ছবিটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনের ওপর ভিত্তি করে। রাজামৌলী পরিচালিত এই ছবিতে আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের কাহিনীর সাক্ষী থেকেছেন দর্শকরা। ফের একবার তাঁদের কাহিনী পর্দায় ফুটে উঠবে, জানিয়ে দিলেন পর্দার ভীম তথা জুনিয়র এনটিআর।

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।