Homeশিল্প-বাণিজ্যজিএসটি করদাতাদের স্বস্তি! রেজিস্ট্রেশন বাতিল ঠেকাতে মিলবে আবেদন জানানোর সুবিধা

জিএসটি করদাতাদের স্বস্তি! রেজিস্ট্রেশন বাতিল ঠেকাতে মিলবে আবেদন জানানোর সুবিধা

প্রকাশিত

যে সমস্ত জিএসটি রেজিস্ট্রেশনের উপর রিটার্ন দাখিল করা হচ্ছে না, সেগুলি বাতিল করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই বাতিলকরণ প্রত্যাহারের জন্য আবেদন জানানোর সুবিধাও রয়েছে। জানা গিয়েছে, এ রকম ক্ষেত্রে আবেদন জানানোর সময়সীমা রাখা হয়েছে আগামী ৩০ জুন।

এর জন্য কেন্দ্রীয় জিএসটি আইন সংশোধন করেছে অর্থমন্ত্রক। যে সমস্ত ব্যবসার রেজিস্ট্রেশন ২০২২ সালের ৩১ ডিসেম্বরের আগে বাতিল করা হয়েছে এবং সেগুলির মধ্যে যেগুলি নির্ধারিত সময়ের মধ্যে বাতিলকরণ প্রত্যাহারের আবেদন করতে ব্যর্থ হয়েছে, তারা আগামী ৩০ জুনের মধ্যে এটা করার জন্য দায়বদ্ধ থাকবে।

কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে, জিএসটি রেজিস্ট্রেশন বাতিল হওয়ার তারিখ পর্যন্ত কোনো ব্যবসায়ী রিটার্ন দাখিল করলেই বাতিলের আবেদন করা যাবে। এ ছাড়াও, নিয়মানুযায়ী সুদ, জরিমানা এবং লেট ফি দিতে হবে।

জিএসটিআর-১০ নির্ধারিত তারিখে জমা করতে পারেননি,অর্থমন্ত্রকে রেজিস্টার্ড সংস্থাগুলির জন্য ১ হাজার টাকা লেট ফি নির্ধারণ করা হয়েছে। আইন অনুসারে, যে করদাতারা নিজেদের জিএসটি রেজিস্ট্রেশন বাতিল করতে চান, তাঁদের জিএসটিআর-১০ ফাইল করতে হবে। রেজিস্ট্রেশন বাতিল করার জন্য এই রিটার্নটি তিন মাসের মধ্যে দাখিল করতে হয়।

এ ছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাতিল রদের জন্য আবেদন শুধুমাত্র ৩০ জুনের মধ্যে করা যাবে, পরবর্তীতে এই তারিখটি আর বাড়ানো হবে না। তা যাইহোক, সরকারের এই পদক্ষেপে স্বস্তি পাচ্ছেন একাংশের জিএসটি করদাতারা।

ফেব্রুয়ারিতে বৈঠকে বসেছিল কেন্দ্র ও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল। বৈঠকে সুপারিশ করা হয়েছিল, এই ধরনের জিএসটি করদাতাদের জন্য (যাদের রেজিস্ট্রেশন রিটার্ন দাখিল না করার জন্য বাতিল করা হয়েছে) বাতিলকরণ প্রত্যাহারের জন্য আবেদন জানানোর অনুমতি দেওয়া হবে। তারা যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে পারে, সেই পদক্ষেপই নেওয়া হবে।

আরও পড়ুন: এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।