Homeখবররাজ্যতীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী চার-পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)। তাপপ্রবাহটি আগামী দু’দিনের মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় আঘাত হানবে এবং তার পরে তা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, আগামী ১৮ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে বৃষ্টিপাত হতে পারে।

বাংলায় কবে কমবে তাপমাত্রা

ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ভোগান্তি অব্যাহত রয়েছে তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতির। পশ্চিমবঙ্গ এবং বিহারের রাজ্য আবহাওয়া বিভাগ তাপপ্রবাহ সম্পর্কে আগাম সতর্কতা জারি করেছে। আইএমডির মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই বৃদ্ধি কয়েক দিনের মধ্যেই কমে যাবে। তবে তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে।

আইএমডি-র এক আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, “আগামী কয়েক দিনে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে তাপমাত্রা কমবে। তাপপ্রবাহের কারণে ওই রাজ্যগুলিতে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে”।

চার-পাঁচ দিন দাপাদাপি গরমের

এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলির কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদ দিয়ে অন্যত্র গরমের দাপাদাপি চলবে একই ভাবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বইবে ‘লু’। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন অস্বস্তিকর গরম থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ ছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও গরম থাকবে। তবে আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না।

আরও পড়ুন: তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

সাম্প্রতিকতম

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল...

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

রঙিন আলোয় উজ্জ্বল রাতের আকাশ, ভারতের লাদাখ থেকেও দেখা গেল মেরুজ্যোতি

খবর অনলাইন ডেস্ক: গত কয়েক দিন ধরেই এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকছে বিশ্বের...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম...

আরও পড়ুন

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

খবর অনলাইন ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া...

হিডকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

কলকাতা: হিডকোর জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিস সরানো বা ভেঙে ফেলার নির্দেশ...

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...