Homeজীবন যেমনখাওয়দাওয়ানিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি বানাবেন? জেনে নিন বানানোর পদ্ধতি

নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি বানাবেন? জেনে নিন বানানোর পদ্ধতি

প্রকাশিত

গরমের মরশুমে মাছ , মাংস বা ডিম খেতে খুব একটা ভালো লাগে না। মন টানে নিরামিষ পদের দিকে। বাঙালীর এঁচোড়ের রেসিপির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রেসিপি হল এঁচোড়ের কোপ্তা কারি।

এঁচোড়ের কোপ্তা কারি বানানো খুবই সহজ ও স্বাদেও অতুলনীয়। জেনে নিন এঁচোড়ের কোপ্তা কারি বানানোর রেসিপি।

উপকরণ-

এঁচোড় ৩০০ গ্রাম, বেসন ২ চামচ, আলু ২টি,

আদা ১ টি লম্বা টুকরো, ধনেপাতা ১ চামচ, কাঁচা লঙ্কা ৩টি, তেল, নুন স্বাদ অনুযায়ী, টমেটো ২টি, কাজু পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১-২ চামচ, জিরে ১-২ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১-২ চামচ, গরমমশলা ১-২ চামচ, কাঁচা লঙ্কা ৩-৪টি।

পদ্ধতি-

এইবার এঁচোড়ের খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন এটা কাটার সময় হাতে তেল লাগাতে, না হলে কাটার সময় হাত আঠালো হয়ে যাবে। আদা কুচি করে নিন। কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিন।

এরপরে একটি প্রেশার কুকারে এঁচোড়ের টুকরো ও আলু দিয়ে জল দিন। সেদ্ধ করার জন্য গ্যাসে রাখুন। ১টি শিস দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। প্রেশার কুকারের চাপ শেষ হয়ে গেলে কুকার খুলে এঁচোড় ও আলু নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে জল ঝরিয়ে ভালো করে ম্যাশ করে পেস্ট তৈরি করুন। আলুর খোসা ছাড়িয়ে ম্যাশ করে পেস্ট তৈরি করুন।

এইবার এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা, বেসন এবং নুন দিন। কোপ্তা বানানোর মিশ্রণ তৈরি। গ্যাসে মাঝারি আঁচে একটি প্যানে তেল গরম করুন। মিশ্রণ থেকে সামান্য মিশ্রণ নিয়ে গরম তেলে নামিয়ে নিন। প্যানে একবারে ৬-৭টি কোফতা ফেলে দিন ও বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। একটি প্লেটে কোপ্তাগুলো বের করে নিন। আবার প্যানে আরও কোপ্তা দিয়ে ভাজুন। সবগুলো কোপ্তা তৈরি করে প্লেটে রাখুন।

কোপ্তার গ্রেভি তৈরি করতে কাজু আধা ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। একটি মিক্সারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং কাজু দিয়ে পেস্ট তৈরি করুন। গ্যাসে মাঝারি আঁচে একটি প্যানে তেল ঢেলে গরম করুন।

এরপরে গরম তেলে জিরে দিন। জিরে ভাজার পর তাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিন। এখন এই মশলায় টমেটো ও কাজু পেস্ট যোগ করুন এবং মসলা দানাদার হয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ভাজা মসলায় এক গ্লাস জল এবং নুন যোগ করুন। জল ফুটে আসার পর পাঁচ মিনিট রান্না করুন। গ্রেভিতে গরম মশলা এবং ধনেপাতা যোগ করুন। গ্রেভি প্রস্তুত। এইবার কোপ্তাগুলো গ্রেভিতে রেখে,  ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। এইবার ঢাকা খুলে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন এঁচোড়ের কোপ্তা কারি।

ভিডিও- ইউটিউব

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

গরমে উপকারী টকের ডাল! কাঁচা আম আর মুগডালের গুণে রোগ প্রতিরোধ, হৃদযন্ত্র সুরক্ষিত

প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা আম আর মুগডাল দিয়ে তৈরি টকের ডাল। জানুন এর পুষ্টিগুণ ও উপকারিতা।

বাজার থেকে রসে টইটম্বুর লাল টুকটুকে তরমুজ কিনছেন, আসল না নকল লাল, বুঝবেন কী ভাবে

গরমের মরসুমি ফল তরমুজ খাওয়া হয় প্রায় সব বাড়িতেই। গরম বাড়লেই তরমুজের চাহিদা বেশি...