Homeখেলাধুলোএশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে...

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে ১০০-র গণ্ডি

প্রকাশিত

হ্যাংঝাউ: ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ভারত। পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? শুক্রবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ – ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত বিভিন্ন খেলায় ভারত যে জায়গায় আছে তাতে জোর গলায় বলা যায় পদক জয়ে ভারত ১০০ সংখ্যা ছাপিয়ে যাবেই। এখন প্রশ্ন পদক জয়ের ক্ষেত্রে ১০০ ছাড়িয়ে ভারত কত দূর যেতে পারবে?

তিরন্দাজি

শ্যুটিং ও অ্যাথলেটিক্সের পরে তিরন্দাজিতে ভারত ভালোই পদক আনছে। এবং এই খেলায় আরও তিনটি পদক নিশ্চিত। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াই হবে ওজাস দেওতালে এবং অভিষেক বর্মার মধ্যে। সুতরাং এই ইভেন্টে সোনা এবং রুপো, দুটোই ভারত পাবে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ডের ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা। তিনি সোনা বা রুপো পাবেন। এই ইভেন্টেই ব্রোঞ্জের জন্য লড়বেন অদিতি স্বামী। সুতরাং তিরন্দাজি থেকে চারটি পদক আসারও সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট

মহিলাদের পর পুরুষদের ক্রিকেট থেকেও পদক আসছে। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ঋতুরাজ গায়কোয়াড়েরা। শনিবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। জিতলে সোনা, যেটার সম্ভাবনাই বেশি। না হলে রুপোর পদক তো আসবেই।

কবাডি

দুটি পদক আসা নিশ্চিত কবাডি থেকে। পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই ফাইনালে উঠেছে ভারত। শনিবার পুরুষ বিভাগে লড়াই ইরানের সঙ্গে। মহিলা দল লড়বে চাইনিজ তাইপেই-এর বিরুদ্ধে। জিতলে সোনা, না জিতলে রুপো।

ব্যাডমিন্টন

পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফলে তাঁদেরও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। না হলেও বিশ্বের অন্যতম সেরা পুরুষ ডাবলস জুটির রুপোর পদক নিশ্চিত। শুক্রবার তাঁরা মালয়েশীয় জুটিকে হারিয়েছেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে।

সুতরাং আরও ৭টি পদক নিশ্চিত ভাবে ভারতের ঝুলিতে আসবে। কিন্তু এর পরেও আরও কয়েকটি পদক আসার সম্ভাবনা রয়েছে। মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারত লড়বে জাপানের সঙ্গে। ভারতের পুরুষ এবং মহিলা দাবা দল শুক্রবার পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং দাবা থেকে দুটি পদক আসতে পারে। এ ছাড়াও শনিবার ভারতীয়দের দেখা যাবে ক্যানোয়িং, জু জিৎসু, স্পোর্টস ক্লাইম্বিং, রোলার স্পোর্টস, সফট টেনিস, কুস্তির মতো খেলায়। সুতরাং আরও কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।