Homeখবররাজ্য২০০০ টাকার নোট বদলাতে আরবিআই অফিসের বাইরে লম্বা লাইন

২০০০ টাকার নোট বদলাতে আরবিআই অফিসের বাইরে লম্বা লাইন

প্রকাশিত

কলকাতা: বাতিল হয়েছে দু’হাজার টাকার নোট। ব্যাঙ্কে গিয়ে বিনিময়ের সময়সীমাও পার। গত ৭ অক্টোবরের পর থেকে আর ব্যাঙ্কে গিয়ে বদলানো যাচ্ছে না গোলাপি নোট। এখন শুধুমাত্র দরজা খোলা রিজার্ভ ব্যাঙ্কের।

৮ অক্টোবর থেকে এখনও নিজের কাছে থাকা দু’হাজার টাকার নোট বদল করতে পারছেন যে কেউ। সেক্ষেত্রে আর ব্যাঙ্কে গেলে হবে না। সারা দেশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিসে গিয়ে দু’হাজার টাকা বিনিময় করা যাচ্ছে। যে কারণে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসগুলির সামনে লম্বা লাইন। এক দিনে শুধুমাত্র ১০টি দু’হাজার টাকার নোটই বদল করা যাচ্ছে।

জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ছবি: রাজীব বসু

বলে রাখা ভালো, চলতি বছরের ১৯ মে আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে দু’হাজার টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। গত ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে এই নোট বদল করা শুরু হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা নোট ব্যাঙ্কে জমা করা যাবে বলে আগে জানিয়ে দিয়েছিল আরবিআই। পরে ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। তার পরে আরবিআইয়ের আঞ্চলিক অফিসে নোট বদল শুরু হয়।

সম্প্রতি আরবিআইয়ের তরফে জানানো হয়েছে বাতিল হওয়া দু’হাজার টাকার নোটের ৮৭ শতাংশ ফেরত এসেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের ভাঁড়ারে। ফলে তখনও পর্যন্ত ১০,০০০ কোটি মূল্যের দু’হাজার টাকা নোট বাজারে রয়েছে। গত ২০ অক্টোবর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আরবিআই গভর্নর বলেন, “দু’হাজার টাকার নোট ফিরে আসছে। আর মাত্র ১০,০০০ কোটি মূল্যের দু’হাজার টাকার নোট ফেরত আসতে বাকি রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই নোটও ফেরত আসবে।”

উল্লেখ্য, ২০১৬ সালে, কেন্দ্রীয় সরকার হাজার টাকা এবং পাঁচশো টাকার পুরনো নোট বাতিল করেছিল। তার জায়গায় নতুন পাঁচশো টাকার নোট এবং দু’হাজার টাকার নোট জারি করেছিল। তবে, এখন সরকার সেই দু’হাজার টাকার নোট বাতিল করেছে।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের আইফোনে ‘রাষ্ট্রীয় মদতে’ হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।