Homeখবরদেশঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন চম্পই সোরেন! ৫ দিনের ইডি হেফাজতে হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন চম্পই সোরেন! ৫ দিনের ইডি হেফাজতে হেমন্ত সোরেন

প্রকাশিত

বুধবার ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। শুক্রবার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন চম্পই সোরেন।

বুধবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। তার পরেই তাঁকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

এরই মধ্যে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে, বিধানসভায় তাঁদের দলের নতুন পরিষদীয় নেতা চম্পই সোরেন। তাঁকেই রাজ্যের মুখ্যমন্ত্রীপদে বসানো হবে বলে জানা যায়।

গতকাল রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ জেএমএম নেতা চম্পই সোরেনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই মতো রাঁচীর রাজভবনের দরবার হলে ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে শুক্রবার দুপুর সওয়া ১২টায় শপথ নিলেন চম্পই সোরেন। শপথ নেওয়ার পর জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১০ দিন সময় পাবেন তিনি।

অন্য় দিকে, গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিবু সোরেনের পুত্র। এ দিন সকালে হেমন্তের করা মামলায় জরুরি হস্তক্ষেপ করার আর্জি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়। শুক্রবার বিশেষ আদালত জানিয়ে দিল, হেমন্তকে পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখতে পারবে ইডি।

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ৬০০ কোটির জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আর্থিক প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতটি সমন এড়িয়ে গিয়েছিলেন। কারণ, তাঁর গ্রেফতারির আশঙ্কা ছিলই। বুধবার তিনি শাসক জোটের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা হয়।

কয়েক দিন ধরেই জল্পন চলছিল, হেমন্তের যদি জেল হয় তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। কিন্তু তা আর হল না। সূত্রের দাবি, চার দলীয় বিধায়কের আপত্তিতেই নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী করতে পারেননি হেমন্ত। তা ছাড়া কোনও রাজ্যে বিধানসভার মেয়াদের শেষ বছরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এবং তাই, কল্পনা সোরেন মুখ্যমন্ত্রী মনোনীত হলেও বিধায়ক নির্বাচিত হতে পারতেন না।

আরও পড়ুন: হেমন্ত সোরেনেই শেষ নয়, ইডি-র স্ক্যানারে আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...