Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: গোল করালেন সেই মেসিই, কানাডাকে হারিয়ে যাত্রা শুরু বিশ্ব...

কোপা আমেরিকা ২০২৪: গোল করালেন সেই মেসিই, কানাডাকে হারিয়ে যাত্রা শুরু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার   

প্রকাশিত

আর্জেন্তিনা: ২ (খুলিয়ান আলবারেজ, লাউতারো মার্তিনেজ) কানাডা: ০   

খবর অনলাইন ডেস্ক: আর্জেন্তিনা বলতেই প্রথমেই মনে পড়ে লিওনেল মেসির কথা। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারাল আর্জেন্তিনা। গোলদাতাদের নামের তালিকায় কিন্তু মেসির নাম নেই। তাতে কী? দুটি গোলই তো করালেন সেই মেসিই, যিনি এই নিয়ে সাত বার কোপা আমেরিকায় খেলছেন।

২টি গোলই দ্বিতীয়ার্ধে

আটলান্টার মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের প্রথমার্ধ থাকল গোলশূন্য। কোপা আমেরিকায় এবারই অভিষেক হল কানাডার। প্রথমার্ধে প্রায় সমানে সমানেই তারা পাল্লা দিল বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে। যদিও আধিপত্য বেশি ছিল আর্জেন্তিনার, তবু কানাডাও কম যায়নি। এমনকি গোলেরও সুযোগও এসেছিল তাদের। কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল করার জন্য উঠেপড়ে লাগল মেসি অ্যান্ড কোং। তার ফলও এল হাতেহাতে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার মিনিটচারেকের মধ্যেই গোল। মেসি একটা দুর্দান্ত থ্রু বাড়ালেন ম্যাক আলিস্তারের উদ্দেশে। আলিস্তার বল পেয়ে পাস করে দিলেন খুলিয়ান আলবারেজকে। ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার মাটি ঘেঁষা নিচু শটে পরাস্ত করলেন কানাডার গোলকিপারকে।

আর্জেন্তিনার দ্বিতীয় গোলটি হয় ম্যাচের ৮৮ মিনিটে। লিওনেল মেসির থ্রু থেকে ডান পায়ের দুর্দান্ত শটে কানাডার জালে বল জড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। তবে মেসি নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন। দু’বার প্রথম গোল হওয়ার পরেই, ম্যাচের ৫৭ মিনিটে ও ৬৫ মিনিটে এবং আর-একবার দ্বিতীয় গোল হওয়ার আগে, ম্যাচের ৮৬ মিনিটে।

সুযোগ পেয়েছিল কানাডাও  

কোপা আমেরিকায় অভিষেক হল যে কানাডা তারাও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে গোল করার সুযোগ পেয়েছিল। ম্যাচের ২৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বুখানন। কিন্তু তাঁর শট আর্জেন্তিনার গোলের একটু বাইরে দিয়ে চলে যায়। ৩২ মিনিটে সুযোগ পেয়েছিলেন ডেভিড। বাঁদিক থেকে আর্জেন্তিনার বক্সে ঢুকে পড়ে তাদের রক্ষণভাগের খেলোয়াড়দের নাস্তানাবুদ করেন। কিন্তু কাজের কাজ হয়নি। ৪৩ মিনিটে স্টিফেন ইউসটাকুইওসের হেড দারুণ ভাবে বাঁচান আর্জেন্তিনার গোলকিপার এমি মার্তিনেজ। দ্বিতীয়ার্ধেও কানাডা সুযোগ পায়। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের কাছে ০-২ গোলে হার স্বীকার করে।

আরও পড়ুন   

কোপা আমেরিকা ২০২৪: ১৬টি দেশকে নিয়ে খেলা শুরু ২১ জুন শুক্রবার ভোরে    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...