Homeশিক্ষা ও কেরিয়ারবনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

বনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

প্রকাশিত

রাজ্য সরকার বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তন আনল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফরেস্ট গার্ডের ১৬০০ পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। এতদিন বনরক্ষীদের নিয়োগ করা হত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, তবে এখন থেকে এই নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই পরিবর্তন আনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অব ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪-এর মাধ্যমে।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন রীতি পাশ করা হয়েছে। পাশাপাশি, বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এতদিন উচ্চতা ও ছাতির মাপের যে মাপকাঠি ছিল, সেটা শিথিল করা হয়েছে। পুরুষ-মহিলা উভয় ক্ষেত্রেই ছাতির মাপে ৫ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের তফসিলি উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য এতদিন উচ্চতার মাপকাঠি ছিল ১৫২ সেন্টিমিটার। এখন সেটা কমিয়ে করা হয়েছে ১৫০ সেন্টিমিটার। অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দাদের এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই জলদাপাড়ার হলং বনবাংলোয় বিধ্বংসী আগুন লেগে ঐতিহ্যবাহী বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে বনরক্ষী নিয়োগ বন্ধ থাকার কারণে এই ঘটনার পরে বন দফতরের অধীন সরকারি বাংলোগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক মহলের একাংশ মনে করছে হলং বাংলোয় আগুন লাগার ঘটনা বন দফতরের জন্য সতর্কবার্তা ছিল। এমন অবস্থায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা। নতুন নিয়োগ করে বন সুরক্ষার ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।