Homeশিক্ষা ও কেরিয়ারবনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

বনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

প্রকাশিত

রাজ্য সরকার বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তন আনল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফরেস্ট গার্ডের ১৬০০ পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। এতদিন বনরক্ষীদের নিয়োগ করা হত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, তবে এখন থেকে এই নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই পরিবর্তন আনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অব ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪-এর মাধ্যমে।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন রীতি পাশ করা হয়েছে। পাশাপাশি, বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এতদিন উচ্চতা ও ছাতির মাপের যে মাপকাঠি ছিল, সেটা শিথিল করা হয়েছে। পুরুষ-মহিলা উভয় ক্ষেত্রেই ছাতির মাপে ৫ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের তফসিলি উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য এতদিন উচ্চতার মাপকাঠি ছিল ১৫২ সেন্টিমিটার। এখন সেটা কমিয়ে করা হয়েছে ১৫০ সেন্টিমিটার। অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দাদের এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই জলদাপাড়ার হলং বনবাংলোয় বিধ্বংসী আগুন লেগে ঐতিহ্যবাহী বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে বনরক্ষী নিয়োগ বন্ধ থাকার কারণে এই ঘটনার পরে বন দফতরের অধীন সরকারি বাংলোগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক মহলের একাংশ মনে করছে হলং বাংলোয় আগুন লাগার ঘটনা বন দফতরের জন্য সতর্কবার্তা ছিল। এমন অবস্থায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা। নতুন নিয়োগ করে বন সুরক্ষার ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।