Homeখবরকলকাতাআরজি করের চিকিৎসক খুনের তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল, রাজ্যজুড়ে...

আরজি করের চিকিৎসক খুনের তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল, রাজ্যজুড়ে ডাক্তারদের কর্মবিরতি

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে গোটা রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। 

এই নির্দেশ পাওয়ার পরপরই, দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় আসছে। সিবিআইয়ের এই দল বুধবার সকালে কলকাতায় পৌঁছাবে বলে সূত্রে জানা গিয়েছে। তারা তদন্তের নথিপত্র সংগ্রহ করে, বুধবারই আরজি কর মেডিক্যাল কলেজে যেতে পারেন।

বুধবার চিকিৎসকদের কর্মবিরতি

এদিকে, এই ঘটনা নিয়ে চিকিৎসক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস বুধবারের জন্য রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ ও অ-জরুরি পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরজি করের বক্ষরোগ বিভাগের সংস্কারের নামে প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন তাঁরা, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, মঙ্গলবার বিকেলে আরজি কর মেডিক্যাল কলেজের বক্ষরোগ বিভাগে সংস্কারের কাজ শুরু হয়। যে স্থানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই সেমিনার হলের উল্টো দিকের ঘরটিতে সংস্কার কাজ করা হয়। এই ঘটনা চিকিৎসক মহলে সন্দেহের জন্ম দিয়েছে, এবং তারই প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে পুন্যব্রত গুন জানিয়েছেন, “হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অপরাধী ধরা না পড়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

বক্ষরোগ বিভাগে সংস্কারের কাজ চলছে ছবি: রাজীব বসু

প্রতিবাদ মঞ্চে অপর্ণা সেন

শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবারের ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানানো হয়েছিল। শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে বিকেল চারটে নাগাদ পদযাত্রা শুরু হয়। শেষ হয় আর জি করের জরুরি বিভাগের গেটে। মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকারদের সঙ্গে এই পদযাত্রায় অপর্ণা সেনেরও থাকার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার হাঁটতে পারেননি।

গাড়িতে করে তিনি সোজা আর জি কর হাসপাতালে পৌঁছান। এদিকে তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন সিপিএম সমর্থক। কিন্তু তিনি কোনও প্রতিক্রিয়া না দেখিয়েই সোজা বিক্ষোভকারীদের মাঝে চলে যান অপর্ণা সেন। সেখানে কিছুক্ষণ বসেন তিনি।

মাইক হাতে নিয়ে তিনি বলেন, “আমাদের কতগুলি প্রশ্ন আছে। এই সিভিক ভলান্টিয়াররা কারা? তাঁদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে?… এই সিভিক ভলান্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য? কেন এই হাসপাতালে যেখানে এমন ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হল? এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এই সব প্রশ্নের জবাব আমরা চাই। এই জবাব পাওয়ার অধিকার আমাদের আছে। আমাদের দাবি যে পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক… ছাত্রছাত্রীদের বলছি, “আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।”

ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ছবি: রাজীব বসু

মধ্যরাতে রাস্তা দখলের আহ্বান 

মধ্যরাতে রাস্তা দখলের আহ্বান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে রাজ্যে। এই আন্দোলন কলকাতার তিনি জায়গায় সীমিত ছিল, কিন্তু গত ২৪ ঘণ্টায় তা রাজ্য জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। 

দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন অনেক তৃণমূল নেতার পরিবারের মহিলা, আত্মীয় এবং ঘনিষ্ঠেরাও। 

কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী ফেসবুকে অন্তত ১৪টি জায়গার জমায়েতের পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘নারীদের সম্মান, প্রাণ বাঁচাতে দলবদ্ধ হোন।’ 

কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলারের পরিবারের মহিলারা মিছিলে পা মিলেয়েছেন। মঙ্গলবারের নাগরিক মিছিলে হাঁটেন সমাজকর্মী রত্নাবলী রায়, পিয়া চক্রবর্তী (ঘটনাচক্রে, যিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী), মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়েরা। 

আরও পড়ুন

আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, হাই কোর্টের নজরে রাজ্যের তথ্যপ্রমাণ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।