Homeভ্রমণভ্রমণের খবরবেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণে সবুজ সংকেত, খরচ কত জানেন

বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণে সবুজ সংকেত, খরচ কত জানেন

প্রকাশিত

বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে কর্ণাটক সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটির জন্য ₹৫০০ কোটি ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। বেঙ্গালুরুর পরিকাঠামোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নির্মিত হতে চলেছে এই স্কাইডেক, যা থেকে শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য উপভোগ করা যাবে।

এই স্কাইডেকের উচ্চতা হবে প্রায় ২৫০ মিটার, যা দিল্লির কুতুব মিনারের (৭৩ মিটার) চেয়ে তিন গুণেরও বেশি উঁচু। তুলনামূলকভাবে, বেঙ্গালুরুর সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে বিবেচিত CNTC প্রেসিডেন্সিয়াল টাওয়ারের উচ্চতা প্রায় ১৬০ মিটার। এই প্রকল্পটি কার্যকরী হলে বেঙ্গালুরু শুধু ভারতের নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু কাঠামো পাবে।

কর্ণাটকের আইন, সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে পাটিল জানিয়েছেন, “বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এটি ₹৫০০ কোটি ব্যয়ে নির্মিত হবে, যা ভারতীয় প্রযুক্তি রাজধানীর ৩৬০ ডিগ্রি ভিউ প্রদান করবে।”

এই স্কাইডেকটি বেঙ্গালুরুর বাইরের NICE রোডে নির্মিত হবে। এর সঙ্গে পর্যটকদের সুবিধার্থে মেট্রো রেলের সংযুক্তির পরিকল্পনাও করা হয়েছে, যাতে পর্যটকরা সহজেই এখানে পৌঁছাতে পারেন। এছাড়াও, স্কাইডেকের অভ্যন্তরে বিশ্বমানের সুবিধাদি থাকবে যা পর্যটকদের আরও আকর্ষিত করবে।

প্রথমে এই স্কাইডেকটি বেঙ্গালুরুর মধ্যভাগে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, তবে কিছু বাধার সম্মুখীন হওয়ার কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের কেন্দ্রে ২৫ একর জমি পাওয়া কঠিন ছিল এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে এত উঁচু কাঠামোর নির্মাণ নিয়ে আপত্তি ওঠে। এই কারণেই NICE রোড এলাকাকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

এই স্কাইডেকের অভ্যন্তরে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে আরও কী কী সুবিধা দেওয়া হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বেঙ্গালুরুতে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি হবে এবং শহরের আর্থ-সামাজিক অবস্থার উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।