Homeবিনোদনরিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার মামলায় সিবিআই-এর আবেদন খারিজ করল সুপ্রিম...

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার মামলায় সিবিআই-এর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

Sushant Singh Rajput death: রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের জন্য বড়ো স্বস্তি নিয়ে এল সুপ্রিম কোর্টের রায়। শুক্রবার, শীর্ষ আদালত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), মহারাষ্ট্র সরকার এবং ইমিগ্রেশন ব্যুরোর করা একটি আবেদন খারিজ করে দিল। ওই আবেদনটি বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা হয়েছিল, যেখানে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং তাঁদের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার (LOC) বাতিল করা হয়েছিল।

শুক্রবার, বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলাটিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন এবং বলেন যে শুধুমাত্র অভিযুক্তদের ‘হাই-প্রোফাইল’ হওয়ার কারণে এই পিটিশন দাখিল করা হয়েছে। বিচারপতি গাভাই বলেন, “এটি একটি অযৌক্তিক আবেদন। অভিযুক্তদের সমাজে গভীর শিকড় রয়েছে, এমন একটি মামলায় এতদূর যাওয়া ঠিক নয়,”।

এর আগে, ফেব্রুয়ারি মাসে বম্বে হাই কোর্ট রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে CBI কর্তৃক জারি করা LOC বাতিল করেছিল। বিচারপতি রেভাতি মোহিতে দেরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ এই রায় প্রদান করে, রিয়া এবং তাঁর পরিবারের দাখিল করা আবেদনগুলির ভিত্তিতে।

LOC হল একটি নির্দেশিকা যার মাধ্যমে তদন্তকারী সংস্থাগুলি ইমিগ্রেশন ব্যুরোকে জানাতে পারে কোনো ব্যক্তি দেশ ছাড়তে চাইলে তাঁকে আটক করতে বা জানাতে। তবে ২০২০ সালের এই মামলায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা এই LOC নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে।

আদালত আরও জানায় যে, LOC কেবল তখনই জারি করা উচিত যখন অভিযুক্তরা গ্রেফতার বা আদালতের শুনানি এড়ানোর চেষ্টা করছেন। সুশান্ত সিং রাজপুতের পরিবারের করা এফআইআর প্রথমে পাটনায় দায়ের হয়েছিল, পরে তা দিল্লির CBI-র হাতে হস্তান্তর করা হয়। মামলাটি এখনও ঝুলে থাকার কারণে আদালত দ্রুততার সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।