Homeখবরবিদেশইজরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরানকে আমেরিকার হুঁশিয়ারি, কী বলছে রাশিয়া?

ইজরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরানকে আমেরিকার হুঁশিয়ারি, কী বলছে রাশিয়া?

প্রকাশিত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইজরাইল-ইরান সংঘর্ষ আরও এক দফা উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সামরিক প্রতিষ্ঠানগুলিতে ইজরাইলের ‘নির্ভুল হামলায়’ চার ইরানি সেনা নিহত হওয়ার পর প্রতিশোধের সতর্কবার্তা দিয়েছে তেহরান। এই হামলার পর ইরানকে পাল্টা হামলা না করার কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেরিকার প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, “ইরান ইজরাইলি হামলার প্রতিশোধ নেওয়ার চিন্তা না করলেই এই সংঘাতের সমাপ্তি ঘটবে।” তিনি আরও জানান যে, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান শক্তিশালী। সেখানে তাদের ঘাঁটিগুলি রক্ষায় মার্কিন সেনা প্রস্তুত রয়েছে।

ইজরাইলি হামলার জবাবে ইরান জানিয়েছে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা ইজরাইলের ওপর প্রতিশোধ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে। অপরদিকে, ইজরাইলি বাহিনী ইরানকে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য ‘ভয়াবহ মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ঘনিষ্ঠ সহযোগী লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠী এরই মধ্যে ইজরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে, ইজরাইলি হামলার পরিকল্পনার বিষয়ে তাদের আগেই অবহিত করা হয়েছিল। ইরান থেকে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে ইজরাইল দাবি করেছে।

এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হিংসার অবসান চেয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও ইজরাইলি হামলার পরিপ্রেক্ষিতে সংঘাতের অবসানের আশা ব্যক্ত করে বলেছেন, “আমার আশা এই হামলার মাধ্যমেই সংঘাতের সমাপ্তি ঘটবে।”

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইজরাইল এবং ইরানের মধ্যে এমন প্রকাশ্য সংঘাত ও পাল্টা হুমকির ফলে সামগ্রিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

রাশিয়ার প্রতিক্রিয়া

রাশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলি লাগাতার উত্তেজনা বাড়ানোর জন্য ইজরায়েলকে দায়ী করেছে। এই দেশগুলির মধ্যে আমেরিকার মিত্রদেশ জর্ডন ও সৌদি আরব আছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদমাধ্যমকে বলেন, ‘ইরানের পাল্টা পদক্ষেপ নিতে উস্কানি দেয়া বন্ধ করা দরকার, যাতে শান্তি ফিরে আসে।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।