Homeশিল্প-বাণিজ্যবাতিল ঘোষণার দেড় বছর পরেও রিজার্ভ ব্যাঙ্কে ফেরেনি ৬,৯৭০ কোটি টাকার দু'হাজারি...

বাতিল ঘোষণার দেড় বছর পরেও রিজার্ভ ব্যাঙ্কে ফেরেনি ৬,৯৭০ কোটি টাকার দু’হাজারি নোট

প্রকাশিত

দেশের ব্যাঙ্কিং সিস্টেমে ২০০০ টাকার নোটের ৯৮.০৪ শতাংশ ইতিমধ্যেই ফেরত এসেছে। সোমবার (৪ নভেম্বর, ২০২৪) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র প্রকাশিত একটি তথ্যে বলা হয়, বর্তমানে জনসাধারণের হাতে থাকা ২০০০ টাকার নোটের মোট মূল্য মাত্র ৬,৯৭০ কোটি টাকা। গত বছরের (২০২৩ সালে) ১৯ মে তারিখে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল আরবিআই।

আরবিআই-এর তথ্য অনুযায়ী, ১৯ মে, ২০২৩-এ লেনদেন সমাপ্তির পর বাজারে ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা, যা ৩১ অক্টোবর, ২০২৪-এর মধ্যে কমে দাঁড়িয়েছে ৬,৯৭০ কোটি টাকায়। আরবিআই একটি বিবৃতিতে জানায়, “১৯ মে, ২০২৩-এ প্রচলিত ২০০০ টাকার নোটের মধ্যে ৯৮.০৪ শতাংশ ফেরত এসেছে।”

এই নোটগুলি জমা বা বিনিময়ের সুবিধা চালু ছিল ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক শাখায়। এরপর থেকে এটি শুধুমাত্র আরবিআই-এর ১৯টি ইস্যু অফিসে এই সুবিধা চালু রয়েছে।

৯ অক্টোবর, ২০২৩ থেকে আরবিআই-এর ইস্যু অফিসগুলি ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা নিচ্ছে। এ ছাড়া, জনসাধারণ ভারতীয় ডাক বিভাগের যেকোনো পোস্ট অফিস থেকে এই নোটগুলি আরবিআই-এর ইস্যু অফিসে পাঠাতে পারছেন, যা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।

এই ১৯টি আরবিআই ইস্যু অফিস রয়েছে অমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা এবং তিরুবনন্তপুরমে।

প্রসঙ্গত, ২০০০ টাকার নোট প্রথম চালু হয়েছিল নভেম্বর ২০১৬ সালে, যখন ১০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিল করা হয়েছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।