Homeরাজ্যমুর্শিদাবাদ'বোমা বাঁধতে গিয়ে' মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

‘বোমা বাঁধতে গিয়ে’ মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

প্রকাশিত

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে রবিবার রাতের বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র শব্দে কেঁপে ওঠে গ্রাম, ধ্বংসস্তূপে পরিণত হয় একটি পাকা বাড়ি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রাত ১০টা নাগাদ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে খয়েরতলা গ্রাম। স্থানীয়দের কথায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় তিন জনের ছিন্নভিন্ন দেহ। মৃতেরা হলেন মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মস্তাকিন শেখ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতেরা বাড়ির ভিতরে হাতবোমা বাঁধার কাজ করছিলেন। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে প্রচুর স্প্লিন্টার ও বোমা তৈরির উপাদান পাওয়া গিয়েছে। পুলিশ এবং বম্ব স্কোয়াড এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে। আরও কোথাও সক্রিয় বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে মৃতদের পরিবারের দাবি ভিন্ন। তাঁদের অভিযোগ, বোমা মেরে তিন জনকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগও তদন্তের আওতায় রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত সিংহ জানিয়েছেন, ‘‘তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা যুক্ত, তা নিয়ে তদন্ত চলছে।’’

গ্রামের মানুষজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বোমার উপকরণ মজুত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুর্শিদাবাদে বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

‘পালে বাঘ না পড়লেও চিৎকার!’, ধর্মীয় বিভাজনের চক্রান্তে সরব মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদ নিয়ে সরাসরি আক্রমণে মমতা

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি ঘিরে ধর্মীয় উস্কানি ও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন বিএসএফ-এর ভূমিকা নিয়েও।

ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই মুর্শিদাবাদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই ছয়টি ডিঙি নৌকা ডুবে যায়। সাতজন নিখোঁজ থাকলেও চারজন সাঁতরে ফিরে এসেছেন। এখনও তিনজনের খোঁজ মেলেনি।

অবশেষে নশিপুর রেলসেতু দিয়ে চলল ট্রেন, কী সুবিধা হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের?

খবর অনলাইনডেস্ক: বহু দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মুর্শিদাবাদের নশিপুর রেলব্রিজ দিয়ে শুরু হল ট্রেন...