Homeশিল্প-বাণিজ্যবাজেট ২০২৫: সঞ্চয়ে উৎসাহ দিতে স্থায়ী আমানতে কর ছাড়ের দাবি

বাজেট ২০২৫: সঞ্চয়ে উৎসাহ দিতে স্থায়ী আমানতে কর ছাড়ের দাবি

প্রকাশিত

আসন্ন বাজেট ২০২৫-এ সঞ্চয়ে আগ্রহ বাড়াতে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD)-এ কর ছাড়ের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকে ব্যাঙ্ক এবং আর্থিক ক্ষেত্রের প্রতিনিধিরা এই প্রস্তাব দেন। স্থায়ী আমানতের সুদকে করমুক্ত রাখার অথবা পৃথক ভাবে করের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

বর্তমানে, স্থায়ী আমানতের সুদকে ব্যক্তিগত আয়ের অংশ হিসাবে গণ্য করা হয় এবং কর ধার্য হয়। এর ফলে অনেকেই এই সঞ্চয় প্রকল্প নিয়ে ততটা আগ্রহ দেখান না। এমন পরিস্থিতিতে কর ছাড়ের এই প্রস্তাব সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় নিয়ে উৎসাহ জোগানোর পাশাপাশি ব্যাঙ্কের আমানত বাড়াতে সাহায্য করবে।

বৈঠকে এডেলউইস মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও রাধিকা গুপ্তা জানান, পুঁজিবাজারের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের গুরুত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগের মাধ্যমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ব্যাঙ্কের আমানতে হ্রাস প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহকরা এখন সঞ্চয়ের জন্য পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক মাধ্যমের দিকে ঝুঁকছেন। স্থায়ী আমানত সুরক্ষিত মনে হলেও তা সীমাবদ্ধতা এবং ঝুঁকি নিয়ে আসে, যা বিনিয়োগকারীদের বিবেচনায় রাখা উচিত।

স্থায়ী আমানতের কর ব্যবস্থা সহজ করার পাশাপাশি কর ছাড়ের প্রস্তাবগুলি গ্রাহকদের আরও বেশি সঞ্চয়ে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বাজেট ২০২৫: ব্যক্তি আয়করের হার কমানো, জ্বালানি শুল্কে ছাড়, অন্যতম দাবি বণিক সংগঠনের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।