Homeপরিবেশপ্যাঙ্গোলিনের নয়া প্রজাতির খোঁজ পেয়েছেন জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা

প্যাঙ্গোলিনের নয়া প্রজাতির খোঁজ পেয়েছেন জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা

প্রকাশিত

বিশ্বে সবচেয়ে বেশি যে প্রাণী পাচার হয় তা হল প্যাঙ্গোলিন। স্তন্যপায়ী প্রাণীটির সারা শরীর ঢাকা থাকে বড়ো বড়ো কেরাটিন স্কেল বা খোলস দিয়ে। শিকারের হাত থেকে নিজেকে বাঁচাতে খোলসের মধ্যে নিজেকে ঢুকিয়ে একেবারে গোল হয়ে যায়।

প্যাঙ্গোলিন-গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেল। পাচার হওয়া প্যাঙ্গোলিন উদ্ধার করার পর ডিএনএ পরীক্ষা করে জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা একটি নতুন প্রজাতির প্যাঙ্গোলিন চিহ্নিত করেছেন। নয়া প্রজাতির প্যাঙ্গোলিনের নাম ইন্দো-বার্মিজ প্যাঙ্গোলিন (মানিস ইন্দোবার্মানিকা, Manis indoburmanica)।

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীদের দাবি, নতুন প্রজাতির প্যাঙ্গোলিনটি প্রায় ৩৪ লক্ষ বছর আগে চিনা প্যাঙ্গোলিন (মানিস পেন্টাডাক্টিলা, Manis pentadactyla) থেকে বিচ্ছিন্ন হয়েছিল। বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে ইন্দো-বার্মা অঞ্চল উল্লেখযোগ্য। সেখানে ভূ-জলবায়ু পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়ে ইন্দো-বার্মিজ নামক প্রজাতির প্যাঙ্গোলিনের বেড়ে ওঠা সম্ভব হয়েছে।

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অসাধারণ আবিষ্কারটি জীববৈচিত্র্যের ঐতিহ্য এবং সংরক্ষণের প্রয়োজনীতার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে৷ ইন্দো-বার্মিজ প্যাঙ্গোলিনকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। নতুন প্রজাতির প্যাঙ্গোলিনের আবিষ্কার শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয় বরং তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপের যে প্রয়োজন রয়েছে তা-ও বোঝা যায়। নানা কারণে ভূ-জলবায়ু পরিবর্তন ঘটছে।”

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক ড. মুকেশ ঠাকুরের নেতৃত্বে এই গবেষণায় মাইটোকন্ড্রিয়াল জিনোম বিশ্লেষণের জন্য অত্যাধুনিক জিনোমিক টুল ব্যবহার করা হয়েছে। নতুন প্রজাতির এই প্রাণীর গবেষণায় ড. মুকেশ ঠাকুরের সঙ্গে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার লেনরিক কনচোক ওয়াংমো। অরুণাচল প্রদেশের হলোটাইপ এবং প্যারাটাইপ নমুনা শনাক্ত করতে ওয়াংমো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিনের ৮টি আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায় গোটা বিশ্বে। ৪টি আফ্রিকায় আর ৪টি এশিয়ায় পাওয়া যায়। গবেষকরা এশিয়ান প্যাঙ্গোলিনের জিনগত বৈচিত্র্য নিয়ে গবেষণা চালান মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষার মাধ্যমে। ৪১টি প্যাঙ্গোলিনের ওপর গবেষণা চালানো হয়। অটোমেটিক বারকোড গ্যাপ ডিসকভারি পদ্ধতি ব্যবহার করে প্যাঙ্গোলিনের জিনগত বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছন যে, ইন্দো-বার্মিজ প্যাঙ্গোলিন প্রায় ৩৪ লাখ বছর আগে চিনা প্যাঙ্গোলিন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই দুই প্রজাতির প্যাঙ্গোলিনের মধ্যে ০.০৩৮ জেনেটিক দূরত্ব এবং ৩.৮% বারকোড ব্যবধান রয়েছে, যা ‘মানিস ইন্দোবার্মানিকা’ যে চিনা প্যাঙ্গোলিন থেকে আলাদা তা প্রমাণ করে। একই সঙ্গে, এদের নির্দিষ্ট বাসস্থান ও বিচরণক্ষেত্রকেও চিহ্নিত করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।