Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরস্যালাইন-কাণ্ডে ফের মৃত্যু, মেদিনীপুর মেডিক্যালে মারা গেল সদ্যোজাত

স্যালাইন-কাণ্ডে ফের মৃত্যু, মেদিনীপুর মেডিক্যালে মারা গেল সদ্যোজাত

প্রকাশিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডে ফের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মাতৃমা বিভাগে মারা গেল প্রসূতি রেখা সাউয়ের সদ্যোজাত সন্তান। এর আগে, গত শুক্রবার একই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রসূতি মামনি রুইদাসের। রেখা সাউ বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে খবর, রেখার সন্তান জন্মের পর থেকেই ভেন্টিলেশনে ছিল। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছিল, মামনি রুইদাসের সন্তান বিপন্মুক্ত এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে রেখার সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। সন্তানের মৃত্যুর খবর এখনো রেখাকে জানানো হয়নি বলে জানা গেছে।

রেখার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঠাকুমা পুষ্প সাউ জানান, “জন্মের পর একবার দেখানো হয়েছিল। এরপর থেকে সে কাচের ঘরে ছিল। ময়নাতদন্ত শেষে দেহ বাড়ি নিয়ে যাওয়া হবে।”

গত ৮ জানুয়ারি সিজ়ারের পর পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। অভিযোগ ওঠে, নিম্নমানের ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন এবং ‘অক্সিটোসিন’ ওষুধ দেওয়া হয়েছিল। এর পরেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অসুস্থ পাঁচ প্রসূতির মধ্যে মামনি রুইদাসের মৃত্যু হয়, এবং বাকিদের মধ্যে তিনজনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গঠিত মেডিক্যাল বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। স্যালাইন এবং ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

বন্যা নিয়ে ‘দেড় মাস পরে’ মাঠে দেব, ঘাটাল মাস্টার প্ল্যানের কী অবস্থা জানালেন সাংসদ

বন্যা পরিস্থিতির মধ্যে ঘাটালে প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ দেব। দাবি, অতিবৃষ্টি ও ডিভিসির জল ছাড়া ঘাটালে বন্যা। বিজেপির পাল্টা অভিযোগ, দেরিতে এলাকা পরিদর্শনে এসে দায় এড়াতে ব্যস্ত সাংসদ।

তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সাইকেল আরোহীকে ধাক্কা, নয়ানজুলিতে উল্টে গেল দিঘাগামী গাড়ি, নিহত চার!

দিঘা যাওয়ার পথে তীব্র গতির কারণে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন গাড়ির যাত্রী এবং দুই সাইকেল আরোহী। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে।

সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখার অভিযোগ, তুলতে গিয়ে নাবালক-সহ মৃত ৩

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকরাধাবল্লভ গ্রামে সেপটিক ট্যাঙ্ক থেকে তিন জনের মৃতদেহ...