Homeপ্রযুক্তিচিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

চিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

প্রকাশিত

সৌদি আরবে খুলেছে এমন এক অভিনব ডক্টর ক্লিনিক যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চিকিৎসা করা হবে রোগীদের। সৌদি আরবের পূর্ব প্রান্তের আল আহসা প্রদেশে গত মাস থেকে পরীক্ষামূলক ভাবে এআই ডক্টর ক্লিনিক চালু করা হয়েছে। চিনা মেডিক্যাল টেকনোলজি সংস্থা Synyi AI ও সৌদি আরবের Almoosa Health Group এআই ডক্টর ক্লিনিক চালু করেছে। চিনা সংস্থা জানিয়েছে, মানুষ চিকিৎসকরা ‘সেফটি গেটকিপার’ হিসাবে কাজ করবেন। এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসকরা স্বাধীন ভাবে রোগীর অসুখ চিহ্নিত করে প্রেসক্রিপশন তৈরি করবে। চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয় ঠিক হয়েছে কিনা তা দেখবেন মানুষ চিকিৎসকরা।

কীভাবে কাজ করবে এআই ডক্টর ক্লিনিকরোগী ক্লিনিকে আসার পর এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসক ‘ডক্টর হুয়া’-কে নিজের শরীরের নানান রকম উপসর্গ, সমস্যার কথা ট্যাবলেট কম্পিউটার মারফত জানাবেন রোগী। এআই ডক্টর হুয়া-ও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তথ্য ও ছবি যাচাই করবে এআই ডক্টর হুয়া। তবে তা করবে মানুষ চিকিৎসকের তত্ত্বাবধানে। জরুরি অবস্থায় এআই ডক্টর হুয়া নয় চিকিৎসা করবেন মানুষ চিকিৎসক।
এদিকে, চিনে বিশ্বে প্রথম বার পুরোপুরি এআই প্রযুক্তি নির্ভর হাসপাতাল (এজেন্ট হাসপাতাল) তৈরি হয়েছে। এই ভার্চুয়াল হাসপাতালের সব পরিষেবাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কোনো মানুষ চিকিৎসক নেই চিকিৎসা করবে এআই চিকিৎসক, রোবোটিক সার্জেন। চিনেন সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua Hospital) এর গবেষকরা এমনই অভিনব হাসপাতাল তৈরি করেছেন।

পুরোপুরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এজেন্ট হাসপাতাল একেবারে পুরোপুরি ভার্চুয়াল ফেসিলিটি। এই ভার্চুয়াল হাসপাতালে কোনো মানুষ চিকিৎসক যেমন নেই তেমনই নেই কোনো মানুষ স্বাস্থ্যকর্মী, কোনো হাসপাতালের কর্মচারী। এমনকি নেই কোনো হাসপাতালের ওয়ার্ডও। এজেন্ট হাসপাতালে থাকবে ১৪ জন এআই চিকিৎসক ও ৪ জন এআই নার্স। এরা প্রতিদিন ৩ হাজার রোগী দেখতে সক্ষম। সিমিউলেটেড পরিবেশে এআই এজেন্টরা ভার্চুয়ালি রোগীর অসুখ চিহ্নিত করে ট্রিটমেন্ট শুরু করবে। অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ মডেল ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করবে এআই চিকিৎসক ও এআই নার্স।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’

দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ায় উন্মোচিত হল ‘নালা শেফ’— এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই রোবট শেফ। নালা রোবোটিকস সংস্থার তৈরি এই মাল্টিকুইজিন রোবট মুহূর্তে শতাধিক পদ রেঁধে দিতে পারে, স্বাদও থাকে একদম নিখুঁত।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।