দক্ষিণবঙ্গের উপর থেকে অবশেষে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণাবর্তটি এখন উত্তরবঙ্গের উপর অবস্থান করছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। যদিও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে সারা সপ্তাহ জুড়েই, তবে গত কয়েক দিনের টানা বৃষ্টি আপাতত আর দেখা যাবে না।
অন্যদিকে, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের পূর্বাভাস মিলেছে। আগামী শনিবার ও রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু কিছু জায়গায় অতি প্রবল বর্ষণও (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুরে শনিবার ও রবিবার, মালদহে রবিবার এবং সপ্তাহের শেষের দিকে এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরের সপ্তাহের শেষ দিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য ০.২ ডিগ্রি বেশি। অন্যদিকে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম।
আরও অন্য খবরও পড়তে পারেন