Homeখবররাজ্যডেটা এন্ট্রি অপারেটর‘বেসরকারি ভোটকেন্দ্র’ নিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, 'মৌখিক জবাব' দিলেন সিইও

ডেটা এন্ট্রি অপারেটর‘বেসরকারি ভোটকেন্দ্র’ নিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, ‘মৌখিক জবাব’ দিলেন সিইও

প্রকাশিত

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর ব্যবহার নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের নির্দেশ থেকে শুরু করে ব্যক্তিগত ভবনে ভোটকেন্দ্র তৈরির সম্ভাবনা—একাধিক বিষয়ে তীব্র প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে তিনি এই নিয়ে বিস্তারিত অভিযোগ জানিয়ে চিঠি পাঠান। আর দিন শেষে কমিশনের তরফে ‘মৌখিক ব্যাখ্যা’ সামনে আনলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

সোমবার বিকেলে মনোজ আগরওয়াল জানান, “চুক্তিভিত্তিক কর্মী না নেওয়ার নির্দেশ কমিশনেরই সিদ্ধান্ত। আমরা বিহারের মতো টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করেছি।”
অর্থাৎ, এই সিদ্ধান্ত রাজ্য নয়—নির্বাচন কমিশনেরই নীতিগত অবস্থান।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে আরও অভিযোগ তোলেন—কমিশন নাকি ব্যক্তিগত ভবনকে ভোটকেন্দ্র হওয়ার উপযোগী বলে বিবেচনা করছে। জেলাস্তরের আধিকারিকদের কাছে এ বিষয়ে প্রস্তাবও চাওয়া হয়েছে। সেই প্রসঙ্গে সিইও বলেন, “এটি সম্পূর্ণ পলিসি ডিসিশন। আমি কোনও নীতিগত সিদ্ধান্ত নিই না।”

এ দিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর চিঠির কোনও আনুষ্ঠানিক উত্তরের খবর দেয়নি দিল্লির নির্বাচন ভবন। সিইও-র মন্তব্য—“চিঠি গিয়েছে সদর দফতরের কাছে, তারা সিদ্ধান্ত নেবে।”

উল্লেখ্য, গত সপ্তাহেও এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে সিইসি-কে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, বিএলও-দের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহায়তা ছাড়াই অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। সে প্রসঙ্গে মনোজ আগরওয়ালের মন্তব্য—“বিএলও-রা অসাধারণ কাজ করছেন। তাঁরা এসআইআরের হিরো।”

এদিকে, সিইও-র দফতরের প্রস্তাব—এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা—নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,
“জেলাস্তরে আগেই কর্মী নিযুক্ত রয়েছেন। প্রয়োজন হলে জেলাই প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারে। তা হলে সিইও দফতর এই অতিরিক্ত নিয়োগের প্রয়োজন দেখছে কেন?”

এমনকি প্রশ্ন তোলেন—এই সিদ্ধান্তের নেপথ্যে কি কোনও রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির চেষ্টা রয়েছে?

ভোটকেন্দ্রের বিষয়েও তাঁর সরাসরি মতামত—সরকারি বা আধাসরকারি ভবনে কেন্দ্র রাখার নিয়মে নিরপেক্ষতা ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত হয়। ব্যক্তিগত ভবনে কেন্দ্র হলে স্বচ্ছতা ও ন্যায্যতার প্রশ্ন উঠবে, অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মোটকথা, এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য–কমিশন দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে। কমিশনের পদক্ষেপকে নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।