Homeশিল্প-বাণিজ্যগণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থার প্রায় তিনশো কর্মী অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ) নেওয়ার এক দিন পরেই এই পদক্ষেপ করা হল। বিমানসংস্থার সূত্রে বলা হয়েছে, যাঁরা অসুস্থতাজনিত ছুটি নিয়েছিলেন, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

আপাতত ৩০ জনকে ছাঁটাই করা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে। কর্মীদের অসুস্থতাজনিত ছুটি নেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির টাউন হলে কর্তৃপক্ষ কেবিন ক্রুদের সঙ্গে একটি সভায় বসতে পারেন।

৩০০ কর্মীর অসুস্থতাজনিত ছুটির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হয়। বুধবার ৭০টি উড়ান বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থা টাটা গোষ্ঠীর মালিকানাধীন। কর্মীদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁরা বিমানসংস্থা কর্তৃপক্ষের নতুন নিয়োগবিধির প্রতিবাদ জানাচ্ছেন। কেবিন ক্রুদের তরফে অভিযোগ করা হয়েছে, কর্মীদের প্রতি আচরণের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, সমতার অভাব রয়েছে। সিনিয়র পদে ইন্টারভিউ সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু কর্মীকে নিম্নস্তরের পদে যোগ দিতে বলা হচ্ছে। তাঁদের ক্ষতিপূরণের প্যাকেজেও সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এআইএক্স কানেক্ট-এর (পূর্বতন এয়ার এশিয়া ইন্ডিয়া) সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মিশে যাওয়ার কথাবার্তা চলছে। তারই মাঝে সংস্থার কর্মীদের নিয়ে এই সব ঘটনা ঘটছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে নিয়ে টাটা গোষ্ঠী এই ঝামেলায় জড়ানোর মাসখানেক আগে এই গোষ্ঠীর আর-একটি বিমানসংস্থা ভিস্তারাতেও ঝামেলা হয়েছিল। পাইলটদের পে-প্যাকেজে যে পরিবর্তন করা হয়েছিল, তার প্রতিবাদ করেছিলেন তাঁরা। ফলে ভিস্তারার উড়ান-পরিষেবা ব্যাহত হয়।

এ দিকে হঠাৎ করে উড়ান বাতিল হওয়ার জন্য সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর জন্য ক্ষমা প্রার্থনা করে উড়ান বাতিল হওয়ার জন্য ‘চলাচলজনিত’ কারণ দেখানো হয়েছে।

আরও পড়ুন

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই-ইডি পাঠিয়ে দিন: রাহুল

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?