Homeশিল্প-বাণিজ্যগণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থার প্রায় তিনশো কর্মী অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ) নেওয়ার এক দিন পরেই এই পদক্ষেপ করা হল। বিমানসংস্থার সূত্রে বলা হয়েছে, যাঁরা অসুস্থতাজনিত ছুটি নিয়েছিলেন, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

আপাতত ৩০ জনকে ছাঁটাই করা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে। কর্মীদের অসুস্থতাজনিত ছুটি নেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির টাউন হলে কর্তৃপক্ষ কেবিন ক্রুদের সঙ্গে একটি সভায় বসতে পারেন।

৩০০ কর্মীর অসুস্থতাজনিত ছুটির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হয়। বুধবার ৭০টি উড়ান বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থা টাটা গোষ্ঠীর মালিকানাধীন। কর্মীদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁরা বিমানসংস্থা কর্তৃপক্ষের নতুন নিয়োগবিধির প্রতিবাদ জানাচ্ছেন। কেবিন ক্রুদের তরফে অভিযোগ করা হয়েছে, কর্মীদের প্রতি আচরণের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, সমতার অভাব রয়েছে। সিনিয়র পদে ইন্টারভিউ সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু কর্মীকে নিম্নস্তরের পদে যোগ দিতে বলা হচ্ছে। তাঁদের ক্ষতিপূরণের প্যাকেজেও সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এআইএক্স কানেক্ট-এর (পূর্বতন এয়ার এশিয়া ইন্ডিয়া) সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মিশে যাওয়ার কথাবার্তা চলছে। তারই মাঝে সংস্থার কর্মীদের নিয়ে এই সব ঘটনা ঘটছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে নিয়ে টাটা গোষ্ঠী এই ঝামেলায় জড়ানোর মাসখানেক আগে এই গোষ্ঠীর আর-একটি বিমানসংস্থা ভিস্তারাতেও ঝামেলা হয়েছিল। পাইলটদের পে-প্যাকেজে যে পরিবর্তন করা হয়েছিল, তার প্রতিবাদ করেছিলেন তাঁরা। ফলে ভিস্তারার উড়ান-পরিষেবা ব্যাহত হয়।

এ দিকে হঠাৎ করে উড়ান বাতিল হওয়ার জন্য সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর জন্য ক্ষমা প্রার্থনা করে উড়ান বাতিল হওয়ার জন্য ‘চলাচলজনিত’ কারণ দেখানো হয়েছে।

আরও পড়ুন

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই-ইডি পাঠিয়ে দিন: রাহুল

সাম্প্রতিকতম

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুর্বল বাঁধ মেরামতির ওপরে নজর দিক প্রশাসন

শ্রয়ণ সেন হুংকার দিচ্ছে বঙ্গোপসাগর। আর কিছু দিনের মধ্যেই সেখানে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড়।...

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

খবর অনলাইন ডেস্ক:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে।...

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত...

আইপিএল ২০২৪: এবার ম্যাচ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস্‌ বনাম আরসিবি

খবর অনলাইন ডেস্ক: এবারের আইপিএল-এ প্লে-অফে কোন চারটে দল খেলবে তা আগেই ঠিক হয়ে...

আরও পড়ুন

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...