Homeশিল্প-বাণিজ্যঅক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময় সতর্ক থাকুন, কী ভাবে আসল সোনা চিনবেন

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময় সতর্ক থাকুন, কী ভাবে আসল সোনা চিনবেন

প্রকাশিত

এ বছর ২২ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এবং মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। যে কারণে দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা কিনলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। পাশাপাশি, এই দিনে রুপো এবং হিরের কেনাকাটাও করেন অনেকেই। তবে সোনার কয়েন হোক বা গয়না, কেনার সময় আপনাকে অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।

হলমার্ক আইডেন্টিফিকেশন কোড

হলমার্ক আইডেন্টিফিকেশন কোড না থাকলে আর সোনার গয়না বিক্রি করা যাবে না। গত ১ এপ্রিল থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই তারিখ থেকে সমস্ত সোনার গহনায় এমবস করা একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক আইডি থাকতে হবে।

অর্থাৎ, আপনি যদি সোনার গয়না কিনতে আপনার স্থানীয় জুয়েলারি দোকানে যান, তা হলে আপনাকে ভালো করে দেখে নিতে হবে বিআইএস (BIS) হলমার্ক ছাড়াও, সোনার গহনায় এমবস করা ওই ছয় সংখ্যার আলফানিউমেরিক আইডি রয়েছে কি না। প্রতিটা সোনার গহনার জন্য একটি অনন্য এইচইউআইডি (HUID) কোড দেওয়া হয়।

এইচইউআইডি মানে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন। এটি একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক কোড যা বর্ণমালা এবং সংখ্যা নিয়ে গঠিত। বিআইএস-প্রত্যয়িত অ্যাসেইং এবং হলমার্কিং সেন্টারে এইচইউআইডি স্ট্যাম্প করা হয়।

এইচইউআইডি-র সুবিধা কী?

এইচইউআইডি স্বচ্ছতা প্রদান করে, ক্রেতার অধিকার নিশ্চিত করে এবং ইন্সপেক্টর রাজের সম্ভাবনাকে এড়িয়ে যায়। ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যাফেয়ার্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেউ হলমার্ক করা সোনার গয়না বিক্রি করার সময় প্রকৃত মূল্য পেতে পারে।

ক্রেতাদের সোনার গহনার টুকরোটির বিশুদ্ধতা সম্পর্কে জুয়েলার্সের দাবিগুলি যাচাই করার অনুমতি দেয় এই এইচইউআইডি। সোনার গহনার উপর স্ট্যাম্প করা এইচইউআইডি কোড বিআইএস কেয়ার অ্যাপে যাচাই করা যেতে পারে। যদি কোনো সোনার দোকানি জাল এইচইউআইডি কোড স্ট্যাম্প করে থাকেন, তা হলে একজন ক্রেতার কাছে এটি যাচাই করার এবং জুয়েলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পথ খোলা রয়েছে।

সোনার গয়নার হলমার্কিং চিহ্নগুলি কী কী?

২০২১ সালের ১৬ জুন থেকে সোনার গয়না এবং প্রত্নবস্তু বিক্রয়ের জন্য বিআইএস হলমার্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ওই বছরের ১ জুলাই থেকে সোনার গয়নায় হলমার্কের চিহ্নগুলিকে সংশোধন করাও হয়েছে।

বিআইএস হলমার্কযুক্ত সোনার গহনার সংশোধিত চিহ্নগুলি হল: বিআইএস লোগো, বিশুদ্ধতা/সূক্ষ্মতা গ্রেড এবং ৬ সংখ্যার এইচইউআইডি কোড।

ক্যারেট

সোনার ওজন বা বিশুদ্ধতা ক্যারেটে পরিমাপ করা হয়। ক্যারেট যত বেশি, সোনার বিশুদ্ধতাও তত বেশি থাকবে। সোনার মুদ্রা থেকে গয়নাগাঁটি- সব ক্ষেত্রেই মেনে চলা হয় এই নিয়ম। এর ভিত্তিতেই মূলত নির্ধারিত হয় এর দাম। যখনই সোনার গয়না কিনবেন, অবশ্যই সেটার গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নেওয়া উচিত।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?