Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ

বন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ

প্রকাশিত

কলকাতা: শুক্রবার (১৪ জুলাই, ২০২৩) চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) ৷

ব্যাঙ্কের বহুমুখীকরণের পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসার পরিমাণ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে খুচরো ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। আট বছরেরও কম সময়ে ব্যাঙ্ক নিজের শাখার সংখ্যা তিনগুণ করেছে। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সঙ্গে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ৩১ মার্চ, ২০২৩ তারিখ অবধি ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে ৷ ভারতবর্ষের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাকা মোট ৬১৪০ টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে কর্মরত রয়েছেন ৭২ হাজারের বেশি কর্মচারী।

গত আর্থিক বছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে । ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত বর্তমানে ৩৬ শতাংশ।

গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ১.০৩ লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে , বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮ শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আর্থিক ফলাফলের বিষয়ে প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকটি ব্যাঙ্কের জন্য একটি খুব ভারসাম্যপূর্ণ ত্রৈমাসিক। ব্যাঙ্কের বহুমুখীকরণ পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিও আরও বিস্তারের দিকে মনোনিবেশ করছে। গত বছর এবং এই বছর শুরু হওয়া সমস্ত নতুন ব্যবসায়িক অভিমুখ গুলির থেকে এই আর্থিক বছরে ভালো ব্যবসা পাওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি-এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যবসা সম্প্রসারণ করছে ব্যাঙ্ক।

আরও পড়ুন: শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

আরও পড়ুন

ব্যবসায় হাত পাকাচ্ছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, বিনিয়োগ এই স্টার্টআপে

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো সুপারস্টার এখন হাত পাকাচ্ছেন ব্যবসাতেও। সম্প্রতি একটি...

‘সত্যিকারের অগ্নিকন্যা’, মমতার প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি

কলকাতা: মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়ে গেল দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। বিশ্ব বাংলা...

দীপাবলিতে ‘মহরত ট্রেডিং’ কী? এক নজরে এর ইতিহাস ও তাৎপর্য

আজ (রবিবার) দীপাবলির বিশেষ দিনে মহরত ট্রেডিং। দীপাবলি উৎসব শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্যও খুব...