Homeশিল্প-বাণিজ্যগ্রাহক ৩ কোটিরও বেশি, আট বছরেরও কম সময়ে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা...

গ্রাহক ৩ কোটিরও বেশি, আট বছরেরও কম সময়ে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা বৃদ্ধি পেল তিনগুণ

প্রকাশিত

কলকাতা: দেশের দ্রুত বর্ধনশীল ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম এক নাম হল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। ব্যাঙ্কিং কার্যকলাপ শুরুর ৮ বছরেরও কম সময়ের মধ্যে নিজের শাখা উপস্থিতির সংখ্যা তিনগুণ করার এক অনন্য মাইলফলক অতিক্রম করেছে বন্ধন ব্যাঙ্ক৷ বর্তমানে মোট ১৫০০টিরও বেশি ব্যাঙ্ক শাখা রয়েছে। আরও ৪৫০০টি ব্যাঙ্কিং ইউনিটের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত এই ব্যাঙ্কের এখন সারা দেশে মোট ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ৬ হাজারের বেশি। ২০১৫ সালের ২৩ আগস্ট ব্যাঙ্ক ৫০১টি শাখা নিয়ে যাত্রা শুরু করেছিল।

ব্যাঙ্ক বর্তমানে ভারতের ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ৬ হাজারের বেশি ব্যাঙ্কিং আউটলেটগুলির একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তিন কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। গ্রাহকের নিজস্থানে, তাঁদের ঠিক যে ধরণের আর্থিক পণ্য বা পরিষেবার প্রয়োজন বা তাঁরা যে ধরনের ব্যাঙ্কিং চ্যানেল পছন্দ করতে পারেন – স্বশরীরে ব্যাঙ্কে এসে বা ডিজিটাল পরিষেবা – নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিভিন্ন ধরনের আর্থিক চাহিদা পূরণ করতে ব্যাঙ্ক প্রতিশ্রুতিবদ্ধ।

বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ এই প্রসঙ্গে বলেন, “বন্ধন ব্যাঙ্কের কাছে আজকের দিনটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিগত আট বছর ধরে দেশের প্রতিটি স্থানের গ্রাহকগণের আমাদের উপর আস্থা ও বিশ্বাসের ফলস্বরূপ ব্যাঙ্কের এই দ্রুত উন্নতি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। সকল ভারতবাসীর কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতের ব্যাঙ্কিং আউটলেটগুলির আরও গভীর ভৌগোলিক স্থানে পৌঁছনো প্রয়োজন। আমাদের দ্রুত বর্ধনশীল শাখা নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিষেবাগুলির সাথে, বন্ধন ব্যাঙ্ক তার মূল্যবান গ্রাহকদের জন্য আরও সুবিধা, নিরাপত্তা সুনিশ্চিত করে এবং পরিষেবা প্রদানের ব্যাপ্তি বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যাঙ্ক তার বিস্তীর্ণ অ্যাসেট বুক এবং ভৌগলিক উপস্থিতির বৈচিত্রের মধ্য দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ব্যাঙ্ক পূর্ব ও উত্তরপূর্ব ভারত সহ বাকি অঞ্চলে গ্রাম ও নগর নির্বিশেষে নিজের উপস্থিতি বিস্তার করে চলবে। ব্যাঙ্ক প্রদত্ত সুরক্ষিত ঋণের পরিমান নিরবিচ্ছিন ভাবে বাড়ানো হচ্ছে। ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হারে গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন, গাড়ি লোন এবং টু -হুইলার লোনের মতো বহু রিটেল লোনও অফার করে চলেছে। সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্ক নিও প্লাস ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি সম্পূর্ণ ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে।

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...