Homeশিল্প-বাণিজ্যঅক্টোবর মাসে ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে জিএসটি সংগ্রহ ১.৮৭ লক্ষ কোটি টাকা

অক্টোবর মাসে ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে জিএসটি সংগ্রহ ১.৮৭ লক্ষ কোটি টাকা

প্রকাশিত

অক্টোবর মাসে ভারতের জিএসটি (পণ্য ও পরিষেবা কর) সংগ্রহ মোট ১.৮৭ লক্ষ কোটি টাকা, যা বার্ষিক ভিত্তিতে ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে এই সংগ্রহ ছিল ১.৭২ লক্ষ কোটি টাকা। চলতি মাসে কেন্দ্রীয় (CGST), রাজ্য (SGST), একত্রিত (IGST) এবং উপকরের (Cess) ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

২০২৪ সালে এখনও পর্যন্ত মোট জিএসটি সংগ্রহ ১২.৭৪ লক্ষ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৪ শতাংশ বেশি। এপ্রিল মাসে এই সংগ্রহ সর্বোচ্চ ২.১০ লক্ষ কোটি টাকা রেকর্ড করা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মোট জিএসটি সংগ্রহ ছিল ২০.১৮ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান বলছে, এই অর্থবছরে প্রতি মাসের গড় সংগ্রহ ১.৬৮ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের গড় ১.৫ লক্ষ কোটি টাকার চেয়ে অনেক বেশি। সাম্প্রতিক জিএসটি সংগ্রহের এই বৃদ্ধি ভারতের অর্থনীতির ইতিবাচক প্রবণতা নির্দেশ করে, যা শক্তিশালী অভ্যন্তরীণ খরচ এবং আমদানির উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টার সহায়ক এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীলতার প্রতীক।

বলে রাখা ভালো, জিএসটি চালু হয়েছিল ২০১৭ সালের ১ জুলাই। সেসময়ই রাজ্যগুলোকে আশ্বস্ত করা হয়েছিল যে, পাঁচ বছরের জন্য রাজস্ব হ্রাসের ক্ষতিপূরণ দেওয়া হবে।

চুলের তেল, টুথপেস্ট, সাবান, ডিটারজেন্ট ও ওয়াশিং পাউডার, চাল, গম, দই, ঘোল, ঘড়ি, ৩২ ইঞ্চি পর্যন্ত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মোবাইল ফোনের উপর জিএসটি কর কমানো হয়েছে বা শূন্য রাখা হয়েছে, যা দেশের জনগণের জন্য স্বস্তিদায়ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। কোনো পণ্যের জিএসটি হারে এই পরিবর্তনগুলি বাস্তবায়নে ওই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।