Homeশিল্প-বাণিজ্যআপাত স্বস্তি! আরও কমল খুচরো মূল্যবৃদ্ধি

আপাত স্বস্তি! আরও কমল খুচরো মূল্যবৃদ্ধি

প্রকাশিত

নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া মার্চ মাসে ভারতের খুচরো মূদ্রাস্ফীতি (retail inflation) আরও কিছুটা কমল। বুধবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ৬.৪৪ শতাংশ, তা আরও কিছুটা কমে মার্চে নেমে এসেছে ৫.৬৬ শতাংশে। খুচরো মূল্যবৃদ্ধির এই হার কেন্দ্রীয় ব্যাঙ্কের হিসেবে অনুযায়ী কিছুটা হলেও স্বস্তিদায়ক।

এ দিন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MoSPI)-এর তথ্য অনুসারে, ভারতের খুচরো মূল্যবৃদ্ধি মার্চ মাসে ৫.৬৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৬.৪৪ শতাংশে। ভোক্তা মূল্য সূচক (CPI) ভিত্তিক ভারতের মূল মুদ্রাস্ফীতি ২০২২ সালের ডিসেম্বরের ৫.৭ শতাংশ থেকে তিন মাসের সর্বোচ্চ ৬.৫২ শতাংশে পৌঁছেছিল চলতি বছরের জানুয়ারিতে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে গ্রামীণ মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৫১ শতাংশে, যেখানে শহুরে মূল্যবৃদ্ধি ৫.৮৯ শতাংশের বেশি। ভোক্তা খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৫.৯৫ শতাংশে থাকলেও মার্চে তা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়ে হয়েছে ৪.৭৯ শতাংশ।

তাৎপর্যপূর্ণ ভাবে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরবিআই। গত ১১ মাসে এই উদ্দেশেই কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল সুদের হার বা রেপো রেট (repo rate) ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে আরবিআই-এর মুদ্রানীতি কমিটির (MPC) শেষ বৈঠকে (গত ৬ এপ্রিল) সেই হার বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে।

ওই বৈঠকের শেষে চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার নিয়েও অনুমান পেশ করেছে আরবিআই। বলা হয়েছে, ২০২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৫.১ শতাংশ, এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার ৫.৪ শতাংশ এবং চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে তা ৫.২ শতাংশে গিয়ে ঠেকেবে বলে অনুমান করা হচ্ছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, এ বছর মূল্যস্ফীতির হার সম্পর্কিত অনুমানও কমানো হচ্ছে। তাঁর কথায়, “আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতক্ষণ না মূল্যস্ফীতির টেকসই হ্রাস দেখা যাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে। সমস্ত অসুবিধা এবং বৈশ্বিক মন্দা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভারতকে এগিয়ে রাখা আমাদের কাজ। কঠিন বৈশ্বিক পরিস্থিতিতেও দেশের বৃদ্ধির হার বজায় রাখতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি চালিয়ে যাবে আরবিআই”।

আরও পড়ুন: গঙ্গার নীচে ছুটল মেট্রো, যাত্রীদের জন্য দরজা খুলবে কবে

সাম্প্রতিকতম

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...