Homeশিল্প-বাণিজ্যআপাত স্বস্তি! আরও কমল খুচরো মূল্যবৃদ্ধি

আপাত স্বস্তি! আরও কমল খুচরো মূল্যবৃদ্ধি

প্রকাশিত

নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া মার্চ মাসে ভারতের খুচরো মূদ্রাস্ফীতি (retail inflation) আরও কিছুটা কমল। বুধবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ৬.৪৪ শতাংশ, তা আরও কিছুটা কমে মার্চে নেমে এসেছে ৫.৬৬ শতাংশে। খুচরো মূল্যবৃদ্ধির এই হার কেন্দ্রীয় ব্যাঙ্কের হিসেবে অনুযায়ী কিছুটা হলেও স্বস্তিদায়ক।

এ দিন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MoSPI)-এর তথ্য অনুসারে, ভারতের খুচরো মূল্যবৃদ্ধি মার্চ মাসে ৫.৬৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৬.৪৪ শতাংশে। ভোক্তা মূল্য সূচক (CPI) ভিত্তিক ভারতের মূল মুদ্রাস্ফীতি ২০২২ সালের ডিসেম্বরের ৫.৭ শতাংশ থেকে তিন মাসের সর্বোচ্চ ৬.৫২ শতাংশে পৌঁছেছিল চলতি বছরের জানুয়ারিতে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে গ্রামীণ মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৫১ শতাংশে, যেখানে শহুরে মূল্যবৃদ্ধি ৫.৮৯ শতাংশের বেশি। ভোক্তা খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৫.৯৫ শতাংশে থাকলেও মার্চে তা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়ে হয়েছে ৪.৭৯ শতাংশ।

তাৎপর্যপূর্ণ ভাবে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরবিআই। গত ১১ মাসে এই উদ্দেশেই কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল সুদের হার বা রেপো রেট (repo rate) ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে আরবিআই-এর মুদ্রানীতি কমিটির (MPC) শেষ বৈঠকে (গত ৬ এপ্রিল) সেই হার বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে।

ওই বৈঠকের শেষে চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার নিয়েও অনুমান পেশ করেছে আরবিআই। বলা হয়েছে, ২০২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৫.১ শতাংশ, এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার ৫.৪ শতাংশ এবং চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে তা ৫.২ শতাংশে গিয়ে ঠেকেবে বলে অনুমান করা হচ্ছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, এ বছর মূল্যস্ফীতির হার সম্পর্কিত অনুমানও কমানো হচ্ছে। তাঁর কথায়, “আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতক্ষণ না মূল্যস্ফীতির টেকসই হ্রাস দেখা যাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে। সমস্ত অসুবিধা এবং বৈশ্বিক মন্দা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভারতকে এগিয়ে রাখা আমাদের কাজ। কঠিন বৈশ্বিক পরিস্থিতিতেও দেশের বৃদ্ধির হার বজায় রাখতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি চালিয়ে যাবে আরবিআই”।

আরও পড়ুন: গঙ্গার নীচে ছুটল মেট্রো, যাত্রীদের জন্য দরজা খুলবে কবে

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে চা উৎপাদনে বড় পতন দেখা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে উৎপাদন প্রায় ২০.৮% কমেছে। ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ভারতের গিগ ইকোনমিতে ডেলিভারি কর্মীদের আয় নিয়ে সমীক্ষা প্রকাশ করেছে বোরজো। সমীক্ষায় উঠে এসেছে গিগ কর্মীদের কম আয় ও কর সচেতনতার অভাবের সমস্যা।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?