Homeশিল্প-বাণিজ্যদাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত

দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত

প্রকাশিত

মাসের পয়লা তারিখে দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রইল।

সাধারণত মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম (LPG cylinder price) সংশোধন করে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। মে মাসের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমানো হয়েছে। এর আগে, গত ১ এপ্রিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯২ টাকা কমানো হয়েছিল। তবে, ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

দিল্লি: ১৮৫৬.৫০ টাকা

কলকাতা: ১৯৬০.৫০ টাকা

মুম্বই: ১৮০৮.৫০ টাকা

চেন্নাই: ২০২১.৫০ টাকা

১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

বলে রাখা ভালো, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের তুলনায়, বাণিজ্যিক গ্যাসের দাম বেশি ওঠানামা করে। গত বছর এই সময়ে, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের খুচরো মূল্য ছিল ২,২৫২ টাকা। এক বছরের মধ্যে সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২২৫ টাকা।

মার্চ থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। এ ছাড়া মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে এই সিলন্ডারের দাম যথাক্রমে ১১১২.৫০ টাকা, ১১২৯ টাকা এবং ১১১৮.৫০ টাকা।

ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ভর্তুকি তলানিতে

বছরে ১২টি ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেয়ে থাকেন গ্রাহকরা। তবে সেই ভর্তুকি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে গত কয়েক বছরে। উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি মিললেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ভর্তুকি মূল্য নামমাত্র।

গত চার বছরে এলপিজিতে সরকারের দেওয়া ভর্তুকি সংক্রান্ত পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯ সালে ৩৭,২০৯ কোটি টাকার ভর্তুকি দিয়েছিল সরাকর। ২০১৯-২০ সালে তা কমে হয় ২৪,১৭২ কোটি, ২০২০-২১ সালে ১১,৮৯৬ কোটি এবং ২০২১-২২ সালে তা কমে দাঁড়ায় ১,৮১১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

সম্প্রতি উজ্জ্বলা যোজনার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে, ভরতুকির টাকা সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ভূ-রাজনৈতিক কারণে এলপিজির আন্তর্জাতিক দামে তীব্র বৃদ্ধি ঘটেছে। উজ্জ্বলা যোজনার মেয়াদ বাড়ানোর মূল উদ্দেশ্য হল প্রকল্পের সুবিধাভোগীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া।

পিএমইউওয়াই প্রথম উত্তরপ্রদেশের বালিয়ায় চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যা মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য নিখরচায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও পড়ুন: আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বুধবার পর্যন্ত রাজ্যে চলবে দুর্যোগ

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?