Homeশিল্প-বাণিজ্যএখন পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র, এই স্কিম সম্পর্কে...

এখন পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র, এই স্কিম সম্পর্কে জানুন

প্রকাশিত

নয়াদিল্লি: সারা দেশের ১ কোটি ৫৯ লক্ষ পোস্ট অফিসে চালু হয়েছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্প (Mahila Samman Savings Certificate Scheme)। ২০২৩-২৪ বাজেট বক্তৃতা করার সময় এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পর অর্থমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করার পরে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প‌টি সারা দেশেই পোস্ট অফিসেই চালু করা হয়েছে।

ইতিমধ্যেই অর্থমন্ত্রকের এই পদক্ষেপটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়নের প্রতি তাঁর সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য “সেরা উদাহরণ”। মোদী টুইটারে লেখেন, “আমাদের সরকার নারীদের সম্মান ও ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ এর সেরা উদাহরণ”।

যোগাযোগ মন্ত্রক নিজের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “এই পদক্ষেপগুলি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় গ্রাহকদের ব্যাপকভাবে উপকৃত করবে। উলটো দিকে পোস্ট অফিসগুলির মাধ্যমে এই প্রকল্পগুলিতে আরও বিনিয়োগ বাড়বে। বিশেষত গ্রামীণ এলাকায় এবং মহিলা, কৃষক, কারিগর, প্রবীণ নাগরিক, কারখানার শ্রমিক, সরকারি কর্মচারী, ছোটো ব্যবসায়ী এবং অন্যান্যর মধ্যে বিনিয়োগের আগ্রহ বাড়াবে”।

এক নজরে মহিলা সম্মান সেভিংস স্কিম

post-office

মহিলা সম্মান সেভিংস স্কিমে সুদের হার: অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে মহিলারা কেবল দু’বছরের আমানতের উপর ৭.৫ শতাংশ সুদ পাবেন। শুধুমাত্র মহিলারাই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা অভিভাবকরা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোনো মহিলা বা নাবালিকার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

মহিলা সম্মান সেভিংস স্কিমের সুবিধা: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে, শুধুমাত্র মহিলা বা অভিভাবকরাই নাবালকের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এতে শুধুমাত্র একক অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের অধীনে, ত্রৈমাসিক ভিত্তিতে সুদ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিষয়: এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট বন্ধ করার কোনো বিকল্প নেই। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এটি বন্ধ করা যেতে পারে। এ ছাড়া অন্য কোনো পরিস্থিতিতে সরকার সম্মতি দিলে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। প্রিম্যাচিউর অ্যাকাউন্ট ৬ মাস পরেই বন্ধ করা যাবে। টাকা তুলতে হলে ফর্ম-২ পূরণ করতে হবে। নাবালিকারা ফরম-৩ পূরণ করতে পারবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে টাকা তোলার সুবিধা: সরকারি এই প্রকল্পে টাকা চোট যাওয়ার কোনো ঝুঁকি নেই। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা জমা রাখার পরে একটি অংশ তুলে নেওয়াযাবে। ১ বছর পর, ৪০ শতাংশ টাকা তোলা যাবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে প্রাপ্ত সুদ করযোগ্য: প্রকল্পে জমা টাকা নিয়ে কোনো ঋণ ঝুঁকি নেই, কারণ এটি সরকার সমর্থিত স্কিম। যাইহোক, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রে বিনিয়োগ করার জন্য কোনো কর ছাড়ের সুবিধাও নেই। সাধারণ নিয়ম অনুসারে, এই স্কিমের সুদের আয় করযোগ্য হবে।

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...