Homeশিল্প-বাণিজ্যনোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টস-এর নতুন চেয়ারম্যান, কে তিনি

নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টস-এর নতুন চেয়ারম্যান, কে তিনি

প্রকাশিত

টাটা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নোয়েল টাটাকে শুক্রবার টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর অগ্রজ রতন টাটা বুধবার ৮৬ বছর বয়সে প্রয়াত হন।

৬৭ বছর বয়সী নোয়েল টাটা এখন টাটা ট্রাস্টস-এর ১১তম চেয়ারম্যান এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও স্যার রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ টাটা ট্রাস্টস ৬৬% শেয়ার নিয়ে টাটা সন্সের মালিকানায় রয়েছে। টাটা সন্সের অধীনে থাকা অসংখ্য সংস্থার মধ্যে টাটা ব্র্যান্ডের উত্তরাধিকার ১৫০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত।

নোয়েল টাটা সম্পর্কে বিস্তারিত

প্রয়াত রতন টাটা, যিনি টাটা সাম্রাজ্যকে বহুমুখী আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই সংস্থার নেতৃত্বের দায়িত্ব এখন নোয়েল টাটার হাতে। নোয়েল বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। চার দশক ধরে তিনি টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের বোর্ডে ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ট্রেন্ট, ভোলটাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং টাটা স্টিল ও টাইটান কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।

নোয়েল টাটার সাম্প্রতিকতম কার্যনির্বাহী ভূমিকা ছিল টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। ২০১০ থেকে ২০২১ পর্যন্ত এই সংস্থার নেতৃত্বে থেকে তিনি এর আয়কে $৫০০ মিলিয়ন থেকে $৩ বিলিয়নেরও বেশি বৃদ্ধি করতে সক্ষম হন। এর আগে তিনি ট্রেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ১৯৯৮ সালে একটি একক স্টোর থেকে কোম্পানিকে আজকের দিনে ৭০০টি স্টোরে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নোয়েল টাটা যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ফ্রান্সের ইনসিয়াড থেকে আন্তর্জাতিক এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

১৮৯২ সালে নোয়েল ও রতন টাটার প্রপিতামহ জামশেদজি টাটা টাটা ট্রাস্টস-এর প্রতিষ্ঠা করেছিলেন, যা টাটা গ্রুপের প্রতিষ্ঠার কয়েক বছর পরেই তৈরি হয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।