Homeশিল্প-বাণিজ্যউৎসবের মরশুমে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা প্রতি কেজি, দাম কমেছে আপেলের!

উৎসবের মরশুমে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা প্রতি কেজি, দাম কমেছে আপেলের!

প্রকাশিত

উৎসবের মরশুম চলছে। এমন পরিস্থিতিতে শাক-সবজির দামও অনেকটা উপরে। যেসবের দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেগুলির মধ্যে রয়েছে পেঁয়াজ। এক সপ্তাহ আগেও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাচ্ছিল কোথাও কোথাও, এখন সেই দাম কেজি প্রতি ৬০ টাকায় পৌঁছেছে।

ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের দাম বাড়ার প্রধান কারণ নাসিক থেকে নতুন পেঁয়াজের জোগানে ব্যাঘাত। দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও কমছে। এখন যতটুকু না হলেই নয়, ততটুকুই পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

দাম বেড়েছে আরও বেশ কিছু শাক-সবজির। তবে উল্লেখযোগ্য ভাবে আপেলের দাম সামান্য হলেও কমেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের বেশ কিছু জায়গায় জোগান বেড়ে যাওয়ায় আপেলের দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা করে কমেছে।

এমন পরিস্থিতিতে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টরেট জেনারেল এই নিষেধাজ্ঞা জারি করেছে। দাম বৃদ্ধি রুখতে ন্যূনতম রফতানি মূল্য প্রতি টনে করা হচ্ছে ৮০০ ডলার। আর এটা কার্যকর হবে ২৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বলে রাখা ভালো, উৎপাদন কম হওয়ায় এ বছর আগস্ট মাসে পেঁয়াজ রফতানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপায় কেন্দ্রীয় সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

এ ছাড়াও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে ২০ লাখ টন পেঁয়াজ সংগ্রহ করবে। যাতে সরকার পেঁয়াজ বিক্রি করতে পারে কম দামে যে শহরগুলিতে দাম আকাশছোঁয়া হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে এসেছে তাতে ১৬টি শহরে পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য রাজ্যের পেঁয়াজ বাজারে আসতে শুরু দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বলিউডের এই ৫ অভিনেত্রীকে কতটা সুন্দর লাগে বিনা মেকআপে, জানেন কী?

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...