উৎসবের মরশুম চলছে। এমন পরিস্থিতিতে শাক-সবজির দামও অনেকটা উপরে। যেসবের দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেগুলির মধ্যে রয়েছে পেঁয়াজ। এক সপ্তাহ আগেও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাচ্ছিল কোথাও কোথাও, এখন সেই দাম কেজি প্রতি ৬০ টাকায় পৌঁছেছে।
ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের দাম বাড়ার প্রধান কারণ নাসিক থেকে নতুন পেঁয়াজের জোগানে ব্যাঘাত। দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও কমছে। এখন যতটুকু না হলেই নয়, ততটুকুই পেঁয়াজ কিনছেন ক্রেতারা।
দাম বেড়েছে আরও বেশ কিছু শাক-সবজির। তবে উল্লেখযোগ্য ভাবে আপেলের দাম সামান্য হলেও কমেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের বেশ কিছু জায়গায় জোগান বেড়ে যাওয়ায় আপেলের দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা করে কমেছে।
এমন পরিস্থিতিতে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টরেট জেনারেল এই নিষেধাজ্ঞা জারি করেছে। দাম বৃদ্ধি রুখতে ন্যূনতম রফতানি মূল্য প্রতি টনে করা হচ্ছে ৮০০ ডলার। আর এটা কার্যকর হবে ২৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বলে রাখা ভালো, উৎপাদন কম হওয়ায় এ বছর আগস্ট মাসে পেঁয়াজ রফতানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপায় কেন্দ্রীয় সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
এ ছাড়াও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে ২০ লাখ টন পেঁয়াজ সংগ্রহ করবে। যাতে সরকার পেঁয়াজ বিক্রি করতে পারে কম দামে যে শহরগুলিতে দাম আকাশছোঁয়া হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে এসেছে তাতে ১৬টি শহরে পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য রাজ্যের পেঁয়াজ বাজারে আসতে শুরু দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বলিউডের এই ৫ অভিনেত্রীকে কতটা সুন্দর লাগে বিনা মেকআপে, জানেন কী?