Homeশিল্প-বাণিজ্যরিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্মীর বেতন মুকেশ অম্বানির থেকেও বেশি!

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্মীর বেতন মুকেশ অম্বানির থেকেও বেশি!

প্রকাশিত

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং দেশের সবচেয়ে বড়ো কর্পোরেট সংস্থার মালিক মুকেশ অম্বানি (Mukesh Ambani)। বর্তমানে তাঁর মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Limited) দেশের বৃহত্তম লিস্টেড কোম্পানি। এহেন সংস্থার এমন একটি চমকপ্রদ বিষয় রয়েছে, যা শুনে অনেকেরই বিশ্বাস হবে না। জানেন কি, মুকেশ অম্বানির সংস্থার এক কর্মীর বেতন খোদ রিলায়েন্স কর্ণধারের চেয়ে বেশি!

বর্তমানে ভারতে যত বড়োবড়ো সংস্থা রয়েছে, সেগুলির মধ্যে কর্মী সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সবচেয়ে বেশি কর্মী সংখ্যার বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটি হল এই সংস্থা। এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডিয়ার কর্মচারীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার।

১৯৬৬ সালে ধীরুভাই অম্বানি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টেক্সটাইল মিল থেকে যাত্রা শুরু করে পেট্রো-কেমিক্যাল এবং খুচরো ও টেলিকমে ছড়িয়ে পড়েছে সংস্থা ব্যবসা। সম্প্রতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর্থিক খাতে একটি জোরদার উপস্থিতির নজিরও গড়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লক্ষাধিক কর্মচারীর মধ্যে এমন কয়েক জন রয়েছেন যাঁরা অম্বানি পরিবারের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত। কয়েক দশক ধরে অম্বানি পরিবারের ঘনিষ্ঠ তাঁরা। নিখিল মেসওয়ানি রিলায়েন্সের এমনই একজন কর্মী। মেসওয়ানি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। নিখিলের ভাই হিতালও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আধিকারিক পদে কর্মরত।

নিখিল এবং হিতাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক রসিকলাল মেসওয়ানির ছেলে। রসিকলাল ধীরুভাই অম্বানির বড় বোন ত্রিলোচনার ছেলে। নিখিল ১৯৮৬ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট অফিসার হিসেবে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি পূর্ণ-সময়ের এগজিকিউটিভ ডিরেক্টর হন।

সম্প্রতি ডিএনএ-র একটি রিপোর্ট অনুসারে, ২০২১-২১ সালে ২৪ কোটি বেতন পেয়েছিলেন নিখিল মেসওয়ানি। যেখানে মুকেশ অম্বানির বেতন ২০০৮-০৯ সাল থেকে ১৫ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যে, করোনা মহামারির সময়, ২০২০-২১ এবং ২০২১-২২ দুই বছর বেতন নেননি মুকেশ অম্বানি।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এক দিকে মুকেশ অম্বানির বেতন স্থির ছিল, অন্য দিকে নিখিলের বেতন ১০১–১১ সালে ১১ কোটি টাকা থেকে বাড়তে বাড়তে ২৪ কোটিতে ঠেকেছে। ফলে এই মুহূর্তে নিখিলের বেতন মুকেশের থেকেও বেশি।

আরও পড়ুন: আয়কর দাখিলের মেয়াদ বাড়াবে কেন্দ্র? অর্থমন্ত্রীর কাছে শেষ তারিখ বাড়ানোর আর্জি

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?