Homeশিল্প-বাণিজ্যরিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্মীর বেতন মুকেশ অম্বানির থেকেও বেশি!

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্মীর বেতন মুকেশ অম্বানির থেকেও বেশি!

প্রকাশিত

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং দেশের সবচেয়ে বড়ো কর্পোরেট সংস্থার মালিক মুকেশ অম্বানি (Mukesh Ambani)। বর্তমানে তাঁর মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Limited) দেশের বৃহত্তম লিস্টেড কোম্পানি। এহেন সংস্থার এমন একটি চমকপ্রদ বিষয় রয়েছে, যা শুনে অনেকেরই বিশ্বাস হবে না। জানেন কি, মুকেশ অম্বানির সংস্থার এক কর্মীর বেতন খোদ রিলায়েন্স কর্ণধারের চেয়ে বেশি!

বর্তমানে ভারতে যত বড়োবড়ো সংস্থা রয়েছে, সেগুলির মধ্যে কর্মী সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সবচেয়ে বেশি কর্মী সংখ্যার বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটি হল এই সংস্থা। এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডিয়ার কর্মচারীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার।

১৯৬৬ সালে ধীরুভাই অম্বানি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টেক্সটাইল মিল থেকে যাত্রা শুরু করে পেট্রো-কেমিক্যাল এবং খুচরো ও টেলিকমে ছড়িয়ে পড়েছে সংস্থা ব্যবসা। সম্প্রতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর্থিক খাতে একটি জোরদার উপস্থিতির নজিরও গড়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লক্ষাধিক কর্মচারীর মধ্যে এমন কয়েক জন রয়েছেন যাঁরা অম্বানি পরিবারের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত। কয়েক দশক ধরে অম্বানি পরিবারের ঘনিষ্ঠ তাঁরা। নিখিল মেসওয়ানি রিলায়েন্সের এমনই একজন কর্মী। মেসওয়ানি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। নিখিলের ভাই হিতালও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আধিকারিক পদে কর্মরত।

নিখিল এবং হিতাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক রসিকলাল মেসওয়ানির ছেলে। রসিকলাল ধীরুভাই অম্বানির বড় বোন ত্রিলোচনার ছেলে। নিখিল ১৯৮৬ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট অফিসার হিসেবে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি পূর্ণ-সময়ের এগজিকিউটিভ ডিরেক্টর হন।

সম্প্রতি ডিএনএ-র একটি রিপোর্ট অনুসারে, ২০২১-২১ সালে ২৪ কোটি বেতন পেয়েছিলেন নিখিল মেসওয়ানি। যেখানে মুকেশ অম্বানির বেতন ২০০৮-০৯ সাল থেকে ১৫ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যে, করোনা মহামারির সময়, ২০২০-২১ এবং ২০২১-২২ দুই বছর বেতন নেননি মুকেশ অম্বানি।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এক দিকে মুকেশ অম্বানির বেতন স্থির ছিল, অন্য দিকে নিখিলের বেতন ১০১–১১ সালে ১১ কোটি টাকা থেকে বাড়তে বাড়তে ২৪ কোটিতে ঠেকেছে। ফলে এই মুহূর্তে নিখিলের বেতন মুকেশের থেকেও বেশি।

আরও পড়ুন: আয়কর দাখিলের মেয়াদ বাড়াবে কেন্দ্র? অর্থমন্ত্রীর কাছে শেষ তারিখ বাড়ানোর আর্জি

সাম্প্রতিকতম

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, ঘোষণা করে দিলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীসের নাম ঘোষণা করলেন বিজেপি নেতা সুধীর মুঙ্গন্তিওয়ার। সোমবার...

বিধানসভায় মুখোমুখি মমতা-রাজ্যপাল, শপথগ্রহণ অনুষ্ঠানে সৌজন্যের বার্তা

অবশেষে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিধানসভায় উপনির্বাচনে...

আদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

সোমবার সংসদে কংগ্রেসের নেতৃত্বে হওয়া বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক থেকে দূরে থাকল তৃণমূল কংগ্রেস।...

রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন...

আরও পড়ুন

ইপিএফও-র বড় পরিবর্তন, ২০২৫-এর মাঝামাঝি থেকে এটিএমের মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা!

২০২৫-এর মাঝামাঝি থেকে ইপিএফও সদস্যরা এটিএম কার্ডের মাধ্যমে পিএফ থেকে সরাসরি টাকা তুলতে পারবেন। ইপিএফও ৩.০ পরিকল্পনায় আরও থাকবে অবদান বৃদ্ধির সুযোগ ও পেনশন স্কিমে পরিবর্তন।

এক দিনে ২০ শতাংশ! আদানির শেয়ারে চমকপ্রদ উত্থান, সেনসেক্স ও নিফটি উর্ধ্বমুখী

বুধবার উর্ধ্বমুখী সূচকের মধ্যে দিয়েই দিন শেষ করল সেনসেক্স ও নিফটি। মার্কিন কর্তৃপক্ষের ঘুষ...

পুরনো কার্ডে কোনও সমস্যা হবে না, নতুন প্রযুক্তির প্যান কার্ড নিয়ে বিভ্রান্তি দূর করতে জানাল কেন্দ্র

নতুন প্রযুক্তির প্যান কার্ডে যুক্ত হচ্ছে ডায়নামিক কিউআর কোড। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আশ্বাস— পুরনো প্যান কার্ডধারীদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না। বিস্তারিত জানুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে