Homeশিল্প-বাণিজ্যপ্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্রকাশিত

নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক (Pan Aadhaar Link) না হলে প্রভাব পড়বে কেওয়াইসি (KYC)-তে। বুধবার একটি বিবৃতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) জানিয়ে দিয়েছে, শেয়ার বাজারে লেনদেন মসৃণ ভাবে চালিয়ে যেতে প্যান-আধার লিঙ্ক করতেই হবে। অন্যথায় কেওয়াইসি অসম্পূর্ণ রয়ে যাবে।

ওই বিবৃতিতে, সেবি বলেছে যে যতক্ষণ না পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করা হচ্ছে, ততক্ষণ শেয়ার এবং অন্যান্য লেনদেনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। প্যান-আধার লিঙ্ক না করা হলে কেওয়াইসি অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ডধারীরা যদি ৩১ মার্চের মধ্যে সরকারের দেওয়া নির্দেশ না মানে, তবে তাঁদের ব্যবসা এবং কর সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, সময়ের মধ্যে লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা দিতে হচ্ছে।

প্যান-আধার লিঙ্কিংয়ের দেরি বাবদ ফি কী জমার পদ্ধতি

১. এই কার্ড দুটি লিঙ্ক করতে প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট দেখুন। যেখানে টাকা জমা দেওয়ার লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলেই এটি আপনাকে এনএসডিএল ওয়েবসাইটে নিয়ে যাবে।

২. এ বার অপশনগুলির মধ্যে প্যান-আধার লিঙ্কের ফি জমা দিতে চালান নম্বর ITNS 280-এর অধীনে এগিয়ে যান।

৩. সেখান থেকে tax applicable নির্বাচন করুন। এখানে টাকা জমা দিন।

৪. পছন্দের পেমেন্ট মোড নির্বাচন করুন ও বিস্তারিত লিখুন।

৫. এই পর্বে প্যান, ঠিকানা ও মূল্যায়ন বছর লিখুন

৬. এবার ক্যাপচা লিখুন ও টাকা জমা দিন। এই অর্থ জমার জন্য আয়কর ই-ফাইলিং পোর্টালে প্রদর্শনের জন্য কিছু সময় লাগতে পারে। সুতরাং, আপনি যদি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে চান তবে টাকা জমা করার পরে কয়েক দিন অপেক্ষা করা উচিত।

কী ভাবে আধার-প্যান লিঙ্ক করা যাবে

১. আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলে -https://incometaxindiaefiling.gov.in/ আধার-প্যান লিঙ্ক করতে পারবেন।

২.আপনার প্যান নম্বর আপনার ইউজার আইডি হবে।

৩. ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মের তারিখ লিখে লগ-ইন করুন।

৪. একটি পপ আপ উইন্ডো খুলবে, আপনাকে নিজের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার অনুরোধ জানানো হবে। যদি না হয় তবে মেনু বারের ‘প্রোফাইল সেটিংস’-এ যান এবং ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন।

৫. বিবরণ যেমন নাম,জন্ম তারিখ এবং লিঙ্গ প্যান বিবরণ অনুযায়ী ইতিমধ্যেই লিখুন।

৬. আপনার আধারের উল্লিখিত বিবরণের সঙ্গে স্ক্রিনে প্যান বিবরণ যাচাই করুন। দয়া করে মনে রাখবেন যে যদি কোনো ত্রুটি থাকে, তবে আপনাকে নথিগুলির উভয়ের সংশোধন করতে হবে।

৭. বিবরণ মিললে, আপনার আধার নম্বর লিখুন এবং ” লিঙ্ক নাও” বোতামে ক্লিক করুন।

৮. একটি পপ-আপ বার্তা আপনাকে জানাবে যে আপনার আধার সফলভাবে আপনার প্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

৯. আপনি আপনার প্যান এবং আধার লিঙ্ক করতে https://www.utiitsl.com/ OR https://www.egov-nsdl.co.in/-এও যেতে পারেন।

লিঙ্ক না করলে কী কী সমস্যা হবে

১. যদি নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক না করা হয় তবে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন কোনও কাজে ওই নম্বর আর ব্যবহার করা যাবে না।

২. প্যান নিষ্ক্রিয় হলে আয়কর উচ্চ করের হার প্রয়োগ করবে সরকার। টিডিএস-ও বেশি হবে। আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। ফলে উচ্চ সুদ, জরিমানা এবং এমনকি শাস্তি পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট আর্থিক লেনদেনের সময় প্যান-এর উল্লেখ না করা গেলে জরিমানা হতে পারে।

৩. প্যান-এর বদলে আধার ব্যবহার করা যাবে না। যদি আধার নম্বরের সঙ্গে প্যান যুক্ত থাকে তাহলে আয়কর আইন অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করা যায়। কিন্তু লিঙ্ক না হলে এই নম্বরগুলি পরস্পরের বিকল্প হতে পারবে না।

৪. যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করতে পারেন তা হলে তাঁকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আবার লিঙ্ক করার জন্যও ১০০০ টাকা দিতে হবে। এ কারণে আয়কর রিটার্ন দাখিল না করতে পারলে ১০ হাজার টাকা জরিমানা হবে।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?