উল্লেখযোগ্য উন্নতি ঘটতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (NPCI) ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস, UPI) লাইট অফারে। এতে দু’টি শীর্ষস্থানীয় তৃতীয় পক্ষের প্ল্যাটফর্ম পেটিএম (Paytm) এবং ফোন পে (PhonePe) ব্যবহারকারীরা শীঘ্রই এই সুবিধা পেতে চলেছেন বলে জানা গিয়েছে। ইউপিআই লাইট হল এমন একটি অ্যাপ, যেখানে ইউপিআই পিন ছাড়াই ২০০ টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা পাওয়া যায়। এর লক্ষ্য হল, কম টাকার ইউপিআই পেমেন্টকে দ্রুত এবং সহজতর করে তোলা।
ইউপিআই লাইট কী
ইউপিআই লাইট (UPI Lite) হল একটি অন-ডিভাইস ওয়ালেট। এতে ইউপিআই পিন ব্যবহার না করেই ২০০ টাকা পর্যন্ত রিয়েল-টাইম পেমেন্ট করা সম্ভব। তবে বর্তমানে শুধুমাত্র এর ওয়ালেট থেকে ডেবিট করার অনুমতি পাওয়া যায়। ইউপিআই লাইটে সমস্ত ক্রেডিট, রিফান্ড সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এমনিতে ইউপিআই বাজারে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে ফোন পে-র। অন্য দিকে, গুগল পে (Google Pay) বা জি পে (GPay)-র পরে তৃতীয় স্থানে রয়েছে পেটিএম।
ইউপিআই লাইটের সুবিধা
গত বছরের মার্চে জারি করা এনপিসিআই (NPCI)-এর জারি করা সার্কুলার বলছে, ভারতে খুচরো নগদ লেনদেনের প্রায় ৭৫ শতাংশ ১০০ টাকার নীচে। এমনকী, মোট ইউপিআই লেনদেনের ৫০ শতাংশ ২০০ টাকা বা তার কম।
ইউপিআই লাইট কী ভাবে চালু করবেন
*নিজের ইউপিআই অ্যাপ খুলুন
*অ্যাপের হোম স্ক্রিনে পেয়ে যাবেন ইউপিআই লাইট এনাবলড করার অপশন। সেই অপশনে ক্লিক করুন
*শর্তাবলি ভালো করে পড়ে নিয়ে অ্যাকসেপ্ট করুন
*ইউপিআই লাইটে যোগ করার জন্য টাকার অঙ্ক লিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন
- ইউপিআই পিন দিন
*ইউপিআই লাইট চালু হয়ে যাবে
ইউপিআই লাইট কী ভাবে লেনদেন করবেন
*অ্যাপটি খুলুন
*কাকে টাকা পাঠাবেন বেছে নিন
*টাকার পরিমাণ লিখুন
*পিন ছাড়াই পাঠিয়ে দিন
আরও পড়ুন: ইন্টারনেট স্পিড নিয়ে নতুন নিয়ম, ন্যূনতম গতি বেড়ে চারগুণ