Homeগাড়ি ও বাইকএপ্রিল থেকে ফের বাড়ছে মারুতি সুজুকির গাড়ির দাম, টানা তৃতীয়বার মূল্যবৃদ্ধির ঘোষণা

এপ্রিল থেকে ফের বাড়ছে মারুতি সুজুকির গাড়ির দাম, টানা তৃতীয়বার মূল্যবৃদ্ধির ঘোষণা

প্রকাশিত

ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL) ফের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিল। সোমবার, ১৭ মার্চ সংস্থা জানায়, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে তাদের গাড়ির দাম ৪% পর্যন্ত বাড়বে। মূলত উৎপাদন খরচ ও পরিচালন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এটি চলতি বছরে মারুতি সুজুকির তৃতীয় মূল্যবৃদ্ধি। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংস্থা গাড়ির দাম বাড়িয়েছিল। জানুয়ারিতে ৪% পর্যন্ত মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছিল ডিসেম্বরে, আর ফেব্রুয়ারিতেও ১% থেকে ৪% পর্যন্ত দাম বাড়ানো হয়।

কেন দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি?

একটি নিয়ন্ত্রক নথিতে মারুতি সুজুকি জানিয়েছে, গাড়ির দাম মডেল ভেদে পরিবর্তিত হবে। সংস্থা উৎপাদন ব্যয় কমাতে অভ্যন্তরীণ কর্মদক্ষতা বৃদ্ধি ও খরচ নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ নিয়েছে। তবে, ক্রমাগত বাড়তে থাকা কাঁচামালের দাম এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে কিছুটা মূল্যবৃদ্ধির বোঝা এবার গ্রাহকদের উপর চাপানো ছাড়া আর উপায় নেই বলে জানায় সংস্থা।

মারুতি সুজুকির এক্সিকিউটিভ অফিসার ও কোম্পানি সেক্রেটারি সঞ্জীব গ্রোভার বলেন, “সংস্থা সবসময় খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করে, যাতে গ্রাহকদের উপর কম প্রভাব পড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুটা মূল্যবৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।”

অন্যান্য সংস্থারও একই পদক্ষেপ

শুধু মারুতি সুজুকি নয়, সাম্প্রতিক সময়ে অন্যান্য গাড়ি নির্মাতা সংস্থাও কাঁচামালের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধির পথে হাঁটছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, এবং সরবরাহ ব্যবস্থার সমস্যা গাড়ি শিল্পকে প্রভাবিত করছে বলে বিশেষজ্ঞদের মত।

স্টক মার্কেটে প্রভাব

মূল্যবৃদ্ধির ঘোষণার পরেই শেয়ারবাজারে মারুতি সুজুকির শেয়ারের দাম বেড়েছে। সোমবার সংস্থার শেয়ার ১.৯% বেড়ে ₹১১,৭৩২-তে পৌঁছেছে। যদিও এটি এখনও সংস্থার সর্বোচ্চ রেকর্ড ₹১৩,৬৮০-এর তুলনায় ১৫% কম।

মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে, সংস্থা গ্রাহকদের জন্য মানসম্মত ও মূল্যসাশ্রয়ী গাড়ি সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতির কারণে দাম সামান্য বাড়ানো হয়েছে, যা সংস্থার টেকসই কার্যক্রম বজায় রাখতে সহায়ক হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

চাবি ছাড়াই চলবে স্কুটার! ভারতে এল ইয়ামাহার নতুন 2025 Aerox 155 Version S

ভারতের বাজারে ইয়ামাহা লঞ্চ করল নতুন 2025 Aerox 155 Version S স্কুটার। রয়েছে স্মার্ট কি সিস্টেম, আকর্ষণীয় রঙ, ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

ভারতের প্রথম, ব্লুটুথ যুক্ত, বৈদ্যুতিক থ্রি-হুইলার টিভিএস কিং ইভি ম্যাক্স (TVS King EV MAX) আনল টিভিএস মোটর

টিভিএস মোটর কোম্পানি লঞ্চ করল তাদের সংযুক্ত যাত্রীবাহী বৈদ্যুতিক থ্রি-হুইলার, টিভিএস কিং ইভি ম্যাক্স। উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য সহ, এটি শহুরে পরিবহনের জন্য একটি নিখুঁত সমাধান।

ভারতে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ইউনিকর্ন, জানুন দাম, নতুন ফিচার ও স্পেসিফিকেশন

নিজেদের মডেল লাইনআপে আপডেট আনতে কাজ চালিয়ে যাচ্ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda...