Homeখবরকলকাতাক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরের অন্যতম বৃহৎ সাংবাদিক-সংগঠন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব রবিবার স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করে। মধ্য কলকাতার সুবর্ণবণিক সমাজ হলে ওই স্বাস্থ্যশিবির আয়োজনে ক্লাবকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান নারায়ণা হেলথ্‌। তাদের সক্রিয় সহযোগিতায় এই শিবির দারুণ ভাবে সফল হয়।

যাঁরা এই শিবিরে স্বাস্থ্যপরীক্ষা করান তাঁদের প্রত্যেকের শরীরের ওজন নেওয়া হয়। তা ছাড়া তাঁদের ব্লাড প্রেসার, র‍্যান্ডম ব্লাড সুগার, পিএফটি (পালমোনারি ফাংশন টেস্ট) এবং বোন মিনারেলস্‌ ডেনসিটি টেস্ট করা হয়। এ ছাড়াও শিবিরে চক্ষু পরীক্ষারও ব্যবস্থা ছিল। শিবিরে ডাক্তারও ছিলেন যথোপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য।

এই স্বাস্থ্যশিবির নিয়ে ক্লাবের সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে শিবিরে যোগ দেন এবং স্বাস্থ্যপরীক্ষা করান। প্রায় শ’দুয়েক ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষা করা হয়। এঁদের মধ্যে যেমন বয়স্করা ছিলেন, তেমনই ছিল কমবয়সিরাও। স্বাস্থ্যশিবিরের ব্যবস্থাদি নিয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এই উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা ক্লাবের কর্মকর্তাদের সাধুবাদ জানান।

তাঁদের এই উদ্যোগে সক্রিয় ভাবে পাশে থাকার জন্য নারায়ণা হেলথ্‌-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন এবং সম্পাদক ইমন কল্যাণ সেন। তাঁরা জানান, তাঁদের আবেদনে সাড়া দিয়ে নারায়ণা হেলথ্‌ তাঁদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।

ক্লাবের এই উদ্যোগকে সফল করার জন্য সদস্যদেরও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক ইমন কল্যাণ সেন। তিনি বলেছেন, “ভাবতে পারিনি এই দুঃসহ গরমে স্বাস্থ্যপরীক্ষা শিবির এতটা সাফল্যলাভ করবে। ক্লাবের সদস্যরা শুধু নিজেরাই আসেননি, পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছেন। এ রকম একটা শিবির সংগঠিত করতে পেরে খুবই ভালো লাগছে।”

নারায়ণা হেলথ্‌-এর তরফেও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরাও শিবিরের ব্যবস্থাদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ দিনের শিবিরে যোগদানকারী সকলের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা ছিল।

আরও পড়ুন  

অনুষ্ঠিত হল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র চূড়ান্ত পর্ব     

সাম্প্রতিকতম

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”

নিম্নচাপের প্রভাবে কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সর্তকতা

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪-৩৬ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলাতেও সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসিও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় নতুন করে তদন্তের গতি আসছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

আরও পড়ুন

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বৃদ্ধি

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হল। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?