Homeসংস্কৃতি‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

প্রকাশিত

অজন্তা চৌধুরী

বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি মঞ্চে ‘কুশীলব’ আয়োজন করেছিল এই বর্ষবরণ। উপস্থিত শ্রোতা-দর্শকরা পেলেন এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা।  

সেই সন্ধ্যায় উপস্থাপিত হল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’। শৌভিক মজুমদারের নেতৃত্বে বুদ্ধদেব বসুর লেখা এই কাব্যনাট্যের প্রযোজনা রেখে গেল সমসময়ে মনে করা জরুরি কিছু প্রসঙ্গ৷ সাধারণ ভাবে রাষ্ট্র বা সমাজ যা আড়াল করতে চায়, তা তুলে ধরার বিষয়টিই ভাবতে বাধ্য করল সবাইকে। শিল্প ও শিল্পীর দায়িত্ব সম্পর্কেও ভাবতে বাধ্য করল।

অসাধারণ পাঠে দর্শক-শ্রোতাদের মন কেড়েছেন কর্ণের ভূমিকায় শৌভিক মজুমদার, কুন্তীর ভূমিকায় সুমনা গুঁই ও কৃষ্ণের ভূমিকায় সুপ্রিয় দাস। দ্রৌপদীর ভূমিকায় পাঠ করেন ইনা বাগচী। দ্রৌপদীর মতো কঠিন চরিত্রটিকে শ্রুতিনাট্যে ফুটিয়ে তোলার কাজে তিনি অনেকটাই সফল। ভবিষ্যতে আরও ভালোর আশা রইল তাঁর কাছে। একই আশা রইল দুই বৃদ্ধের চরিত্রে যাঁরা পাঠ করলেন, সেই আদিত্য দাস ও বিকাশ মিত্রের কাছেও।

এই নাটকের পরিকল্পনা ও আবহ শৌভিক মজুমদারের। পরিমিত ও সুনিপুণ যন্ত্রসঙ্গীত অন্য মাত্রা যোগ করেছিল শ্রুতিনাটকটিতে। তাঁর প্রযোজনায় টানা ১ ঘন্টা ১৫ মিনিটের শ্রুতিনাটকটি দর্শককে একবারও অমনোযোগী হওয়ার সুযোগ দেয়নি। এর জন্য এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের আন্তরিকতা ও নিষ্ঠা প্রশংসার দাবি রাখে।

বর্ষবরণের এই সন্ধ্যায় অন্যান্য পরিবেশনাও ছিল যথেষ্ট মনোগ্রাহী। বিভিন্ন কবির নানা কবিতার ডালি নিয়ে এসেছিলেন উর্মী রায়। রবীন্দ্রনৃত্য পরিবেশনায় ছিলেন ‘নিতারা ডান্স ট্রুপ’। এ ছাড়াও ছিল বাবলি দাস ও গোষ্ঠী এবং বৃন্দা রায়চৌধুরীর গান। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সৃজিতা রায়। তাঁর পরিশীলিত উচ্চারণ ও বাচনভঙ্গি মনে রাখার মতো।

আরও পড়ুন

তাপপ্রবাহ শেষ! বৃষ্টির পালা শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

সাবর্ণ সংগ্রহশালায় ‘নন্দন’ সংক্রান্ত প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার, চলবে শুক্রবার পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র ‘নন্দন’-এর ৪০ বছর পূর্ণ হতে...

সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ সংগ্রহশালা, নিউ আলিপুর কলেজের মধ্যে মৌ সই  

খবর অনলাইন ডেস্ক: নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সাবর্ণ...