Homeদুর্গাপার্বণ৮২তম বছরে সিংহী পার্ক সর্বজনীন তুলে ধরছে রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচ

৮২তম বছরে সিংহী পার্ক সর্বজনীন তুলে ধরছে রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচ

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: একডালিয়া এভারগ্রিনের পুজো দেখে আপনি যদি গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে দিয়ে ডোভার লেনে ঢুকে যান, তা হলে একটু এগোলেই পেয়ে যাবেন সিংহী পার্কের পুজো। সিংহী পার্ক সর্বজনীন পুজো এ বার ৮২ বছরে পড়ল। ৮২তম বছরে তাদের থিম ‘নক্সীঘরে পুতুলরাজ’।

মরুরাজ্য রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচকে শিল্পমাধ্যম হিসাবে তুলে ধরছে সিংহী পার্ক সর্বজনীন পুজো কমিটি। সামগ্রিক বিষয়ভাবনা রূপায়ণের দায়িত্বে রয়েছেন দুই শিল্পী সুমি ও শুভদীপ মজুমদার।

এ বছরের পুজোর থিম নিয়ে কথা হচ্ছিল সিংহী পার্ক পুজো কমিটির কর্তা অভিজিৎ মজুমদারের সঙ্গে। অভিজিৎবাবু বললেন, তাঁদের পুজোর ৮২তম বছরে তাঁরা থিম হিসাবে রাজস্থানের কাঠের পুতুলের নাচকে তুলে ধরছেন। রাজস্থানের কাঠপুতুলের নাচ খুবই বিখ্যাত। আর এই থিমের ওপর ভিত্তি করেই তাঁদের মণ্ডপসজ্জাও হচ্ছে।

অভিজিৎবাবুর কথায়, “আগে আমরা ভারতের বিভিন্ন মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করতাম। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সেই বিষয়ভাবনা থেকে সরে এসেছি। আমাদের পুজো তিন রাস্তার মোড়ে হয়। তাই একটা জায়গার সংকুলান হয়। সে কারণে আমরা আমাদের চিন্তাভাবনাকে সরিয়ে এনে এখন বিভিন্ন রাজ্যের শিল্পকে তুলে ধরি থিম হিসাবে। কুটিরশিল্প হোক কিংবা বিশেষ কোনো শিল্পকলাকে তুলে ধরা হয়। এ বছর রাজস্থানের কাঠপুতুলের নাচকে তুলে ধরা হবে।”

রাজস্থানের সুপ্রাচীন কাভাড শিল্প এ বার দেখা যাবে সিংহী পার্কের পুজোমণ্ডপে। কুমাওয়াতস সম্প্রদায়ের হাত ধরে রাজস্থানের উদয়পুরের কাছে ভিলওয়ারা জেলার ছোট্ট গ্রাম বাসি-তে প্রাচীন কাভাড শিল্পের সূচনা হয়। এই শিল্পের বয়স নয় নয় করে ৪০০ বছর। এ বার সিংহী পার্কের মণ্ডপ সেজে উঠবে কাভাডের নকশিঘর হিসাবে। সেখানে সুরের মূর্ছনায় চলবে কাঠপুতুলের নাচ।

সুরের যোগ্য সংগত ছাড়া স্থাপত্যের সত্তা অসম্পূর্ণ। সুর ও অসামান্য ছন্দের মাধ্যমে আবহ তৈরি করেছেন বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। সিংহী পার্কের পুজোয় প্রতি বছরই প্রধান আকর্ষণ থাকে মাতৃরূপ। এ বছরও সাবেকি মাতৃপ্রতিমার রূপদান করেছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল। আর থাকছে সাবেকি চন্দননগরের আলোকসজ্জা। এলইডির ভিড়ে প্রায় হারিয়ে যাওয়া চন্দননগরের আলোকসজ্জা ফুটিয়ে তুলবে সিংহী পার্কের বিষয়ভাবনাকে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।