Homeদুর্গাপার্বণঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’  

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীন পুজো কমিটির দুর্গাপূজা এ বার ৭৪তম বছরে পড়ল। এ বছর পুজোর থিম ‘পদ্মালয়ে পদার্পণ’।

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পুজো হোক কিংবা অন্য কোনো  পার্বণ, সব ক্ষেত্রেই ‘প’ বর্ণের খেলা চলে। ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের থিমের  মধ্যেও রয়েছে ‘প’ বর্ণের খেলা – ‘পদ্মালয়ে পদার্পণ’।

কিন্তু শুধু ‘পদ্মালয়ে পদার্পণ’ কেন, ‘পুজো’ শব্দটাতেই আছে ‘প’। আর ‘প’-কে কেন্দ্র করেই তো সেজে উঠেছে সমগ্র পুজোমণ্ডপ। পুজোর সঙ্গে জড়িয়ে আছে পট, পাখা, পুতুল, পদ্ম, প্রদীপ, পাঁচালি, পার্বণ – এ সবই মণ্ডপসজ্জায় ব্যবহার করছেন শিল্পী মানস রায়। তিনিই সামগ্রিক পরিকল্পনা ও সৃজনের দায়িত্বে রয়েছেন। প্রতিমা গড়ছেন সনাতন পাল। আবহ তৈরি করেছেন ‘ক্যাকটাস’ বাংলা ব্যান্ডের সিধু। আর আলোর দায়িত্বে রয়েছেন দেবাশিস দাস।

durgapuja shahidnagar 1 01.10

তৈরি হচ্ছে ‘যো’ পুতুল।

মানসবাবু জানালেন, মণ্ডপসজ্জায় তিনি পিংলার পটচিত্র, বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ‘রানি’ পুতুল বা ‘যো’ পুতুল ব্যবহার করেছেন। এ ছাড়াও ব্যবহার করা হচ্ছে তালপাতার পাখা, মাটির প্রদীপ।

তাঁর কথায়, “মণ্ডপের শুরুতে থাকছে পুজোপার্বণ। তার পরেই থাকছে কমলকাননে পাঁচালি। এর পরের ধাপে বাঙালির বিভিন্ন পার্বণ যেমন হালখাতা, জামাইষষ্ঠী,  শীতলাপুজো, সত্যনারায়ণ পুজো ইত্যাদি পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। একেবারে ভেতরের অংশে থাকবে ‘পদ্মালয়’, যেটি সাজানো হবে পুতুল আর পাখা দিয়ে। পুরো ইকোফ্রেন্ডলি মণ্ডপ হচ্ছে।”

durgapuja shahidnagar 01.10

এই তালপাতার পাখাও থাকবে মণ্ডপসজ্জায়।

পুজো করার পাশাপাশি সারা বছরই নানা সামাজিক কাজকর্ম করে শহিদনগর সর্বজনীন পুজো কমিটি। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই পুজোর সময়েও প্রান্তিক শিল্পীদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ তারা। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হবে ‘যো’ বা ‘রানি’ পুতুল। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়া ইত্যাদি দু-একটি জেলার ঐতিহ্যবাহী এই পুতুল আজ বিলুপ্তির পথে। সামান্য যে দু-এক ঘর শিল্পী আছেন তাঁরা এখনও নিপুণভাবে এই পুতুল তৈরি করে চলেছেন। এ রকমই দুই পুতুলশিল্পী সুব্রত পাল ও তাঁর স্ত্রী চন্দনা পাল এসেছেন হাওড়ার আমতার উদং বাজার অঞ্চল থেকে।

durgapuja shahidnagar 3 01.10

পটচিত্রে সাজবে মণ্ডপ।

এ ছাড়াও মণ্ডপসজ্জায় ব্যবহার করা হবে পিংলার পটচিত্রশিল্পী অমিত চিত্রকরের আঁকা নানান পটচিত্র। তুলির ছোঁয়ায় পটচিত্রে ফুটে উঠবে বাংলার নানান পুজো, পার্বণ ও পাঁচালি। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বজবজের বিড়লাপুরের বাসিন্দা শেখ আবুকালাম ও শেখ আনিসুরের পরিবারের তৈরি অসাধারণ তালপাতার পাখা ব্যবহার করা হবে মণ্ডপসজ্জায়।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

পাহাড় বাঁচানোর আবেদন নিয়ে বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দের পুজোর থিম ’শৈলার্তি’

‘ঋতুমতী, এসো পূর্ণ করো’, এ বারের পুজোয় সামাজিক বার্তা দিচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী  

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে