Homeদুর্গাপার্বণ২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: বিজয়ার বার্তা বিষাদের নয়, বিজয়ার বার্তা আনন্দের। বিষাদের নয়,  বিজয়া সাফল্যের উৎসব। তাই কেষ্টপুর প্রফুল্লকানন সকলকে জানাচ্ছে ‘শুভ বিজয়া’। এ বছর কেষ্টপুর প্রফুল্লকাননের পুজো ২১তম বর্ষে পড়ল। এ বছর তাদের পুজোর থিম ‘শুভ বিজয়া’।

কেষ্টপুর প্রফুল্লকানন দুর্গাপূজার কর্মকর্তা কার্তিক রায় জানান, মহাপঞ্চমী থেকে বিজয় দশমী, এই ছ’ দিন ধরে ষোড়শ উপাচারে মায়ের আরাধনা করা হয়। বিজয়াদশমীর দিন ‘শুভ বিজয়া’ সম্ভাষণের মধ্যে দিয়ে কিছুটা বিষাদগ্রস্ত মন নিয়েই সকলে মায়ের পুজোর সমাপন করেন।

কার্তিকবাবুর কথায়, “প্রতি বছরই মা আসেন আমাদের কাছে। ছ’ দিনের পুজোর মধ্য দিয়ে মা দুর্গা হরণ করেন আমাদের মনের মধ্যে থাকা ছয় রিপুকে। শেষে বিজয়ায় লাভ হয় এক শুদ্ধ আত্মার। আবার এক নতুনের জন্ম হয়। তাই মা দুর্গার করুণায় এই উৎসব সাফল্যের, এ উৎসব উল্লাসের। এ উৎসব বিষাদের নয়। তাই আমরা একে অপরকে ‘শুভ বিজয়া’ বলে সম্ভাষণ জানাই।”

Durgapuja prafulla kanan 2 06.10

কেষ্টপুর প্রফুল্লকাননে এ বারের পুজোয় সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন দীপাঞ্জন দে। দীপাঞ্জনবাবুর কথায়, “আমাদের এখানে মূল থিমের নাম দিয়েছি শুভ বিজয়া। ছ’ দিনের দুর্গাপুজোয় বিভিন্ন পর্যায় থাকে। মায়ের আবাহন, পুজো, ধ্যান, আহুতি ও শেষে মায়ের নিরঞ্জন। প্রতিমা তো প্রতীকীস্বরূপ। মা যে অসুর নিধন করছেন তা তো আদতে আমাদের অন্তরে থাকা ষড়রিপু। আদতে আমাদের অন্তরে থাকা ষড়রিপুর বিসর্জন হচ্ছে আর আমাদের আত্মার জয়লাভ হচ্ছে। থিমের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে, প্রতিমার নিরঞ্জন হল আসলে মানুষের ষড়রিপুর নিরঞ্জন।”

থিমশিল্পী দীপাঞ্জনবাবু জানালেন, মণ্ডপের যাবতীয় সজ্জা হচ্ছে নৌকাকে ঘিরে।  মণ্ডপের সজ্জায় লোহা, পেতল, টিনের মতো শক্ত উপাদানের পাশাপাশি খড়ের মতো নরম উপাদানও ব্যবহার করা হয়েছে। ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে মণ্ডপ। মূল মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে নদীর অববাহিকা। প্রায় ৩০ ফুটের বেশি চওড়া একটা বিশাল নৌকা থাকছে। তার ওপর আরও ৮ খানা নৌকা থাকছে। ভিডিও প্রোজেকশন থাকছে। মূল প্রবেশপথে ৬টা চালচিত্র থাকছে। বিসর্জনের পর যে ভাবে মাটিতে গেঁথে থাকে সে ভাবে রাখা হচ্ছে।

durgapuja prafulla kanan 3 06.10

দীপাঞ্জনবাবু আরও জানালেন, ছ’ রকম উপাদান দিয়ে চালচিত্র বানিয়ে ছটি রিপু বোঝানো হবে। এই ছ’টি উপাদান হল খড়, তামা, পেতল, লোহা, অ্যালুমিনিয়াম ও বাঁশ। এই ছয় উপাদান দিয়েই তৈরি হচ্ছে চালচিত্র। গোটা মণ্ডপসজ্জায় একটা ‘ছয়ের’ খেলা আছে। আর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে ঠাকুর।

কেষ্টপুর প্রফুল্লকাননের পুজোয় প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন নিখিল মিস্ত্রি। আলো নির্দেশনার দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক এবং আবহ নির্মাণের দায়িত্বে রয়েছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’

পাহাড় বাঁচানোর আবেদন নিয়ে বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দের পুজোর থিম ’শৈলার্তি’  

সাম্প্রতিকতম

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

আরও পড়ুন

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে