Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

প্রকাশিত

বহু বছর ধরে মাটির নীচের আগুন জ্বলে চলেছে। এ বড়ো ‘আগুন খেকো’ শহর, বা বলা ভালো ‘জ্বলন্ত শহর’। পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। ঝাড়খণ্ডের ঝরিয়া নামক অঞ্চলে রয়েছে ১৯.৪ বিলিয়ন তথা ৯৪০ কোটি টন কোকিং কয়লার সঞ্চয়।

ভারতে কয়লার মজুত ভাণ্ডারের ক্ষেত্রে ঝরিয়া বৃহত্তম স্থান। কিন্তু এই কয়লার কারণে মাটির তলায় অবিরাম জ্বলে চলেছে আগুন। এখানকার জল ও বায়ু ভয়ংকরভাবে দূষিত। বহু জায়গা চলে গেছে মাটির গর্ভে। বহু বাসিন্দা প্রাণ হারিয়েছেন। বহু মানুষের জমিজায়গা আগুনের গ্রাসে পুড়ে খাক হয়ে গেছে। সেই জ্বলন্ত শহর ঝরিয়ার কাহিনিই এবার দুর্গাপুজোয় তুলে ধরছে পূর্ব কলকাতার ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিম হল ‘জ্বলন্ত শহর’। শিল্পী কমলেন্দু সেনগুপ্ত।

পুজো কমিটির কর্তা সমীর ঘোষ জানান, ঝরিয়া অঞ্চলের বাসিন্দারা প্রতিদিন অত্যন্ত ঝুঁকির সঙ্গে বসবাস করেন। বহু মানুষ গ্রামকে ঘিরে থাকা খোলামুখ কয়লাখনি থেকে কয়লা চুরি করে। অবৈধভাবে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখানকার ভয়ংকর দূষিত পরিবেশের মধ্যে বেড়ে উঠছে শিশুরা। এসব কয়লাখনি থেকে আগুনের লেলিহান শিখা অবিরাম বেরিয়ে আসছে। আগুনের গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, গাছপালা ও জমিজমা। ঝরিয়ার খনি অঞ্চলের আগুনের মধ্যেই কোনোরকমে বেঁচেবর্তে আছেন এলাকার সাড়ে ৪ লাখ বাসিন্দা। ভয়ংকর দূষিত পরিবেশেই তাঁরা কোনোরকমে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

সমীরবাবুর কথায়, “দেবী দুর্গার কাছে আমাদের সবার কাতর প্রার্থনা ঝরিয়ার সাধারণ বাসিন্দা ও শ্রমজীবী মানুষ যেন এমন দূষিত পরিবেশ থেকে মুক্তি পান। কবে সুস্থভাবে বাঁচতে পারবেন তাঁরা? কবে নিভবে মাটির নীচে অনবরত জ্বলতে থাকা আগুন? ঝরিয়ার খনি অঞ্চলের বাসিন্দারা সুস্থ ভাবে বাঁচার রসদ পেলে সেটাই হবে আমাদের কাছে সেরা পুরস্কার। আমাদের থিমের মাধ্যমে আমরা চাইছি প্রশাসন ও মানুষ একটুখানি হলেও ভাবুক ঝরিয়ার মানুষের কথা।”

কোথায় এই মণ্ডপ

ইএম বাইপাসে মাঠপুকুর স্টপেজ। উল্টোডাঙার দিক থেকে এলে সায়েন্স সিটির আগের স্টপেজ মাঠপুকুর মোড়ে এসে ডানদিক ধরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের পাশ দিয়ে ধাপা রোড ধরে এগিয়ে চলুন। আর সায়েন্স সিটির দিক থেকে এলে মাঠপুকুর মোড়ে এসে বাঁদিকে ধাপা রোড ধরুন। বেশ খানিকটা যাওয়ার পর বাঁদিকে দেবেন্দ্র চন্দ্র দে রোড ধরুন। খানিকটা গিয়ে বাঁদিকে প্রভু রাম সরকার লেন। ওই রাস্তায় কিছুটা গেলেই ট্যাংরা ঘোলপাড়ার মণ্ডপ।  

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় এবার তিলোত্তমার ছায়া

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

দুর্গোৎসব ২০২৪: এবার কোহিনূরের ইতিহাসে জ্বলজ্বল করবে বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।