Homeদুর্গাপার্বণদুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

প্রকাশিত

বহু বছর ধরে মাটির নীচের আগুন জ্বলে চলেছে। এ বড়ো ‘আগুন খেকো’ শহর, বা বলা ভালো ‘জ্বলন্ত শহর’। পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। ঝাড়খণ্ডের ঝরিয়া নামক অঞ্চলে রয়েছে ১৯.৪ বিলিয়ন তথা ৯৪০ কোটি টন কোকিং কয়লার সঞ্চয়।

ভারতে কয়লার মজুত ভাণ্ডারের ক্ষেত্রে ঝরিয়া বৃহত্তম স্থান। কিন্তু এই কয়লার কারণে মাটির তলায় অবিরাম জ্বলে চলেছে আগুন। এখানকার জল ও বায়ু ভয়ংকরভাবে দূষিত। বহু জায়গা চলে গেছে মাটির গর্ভে। বহু বাসিন্দা প্রাণ হারিয়েছেন। বহু মানুষের জমিজায়গা আগুনের গ্রাসে পুড়ে খাক হয়ে গেছে। সেই জ্বলন্ত শহর ঝরিয়ার কাহিনিই এবার দুর্গাপুজোয় তুলে ধরছে পূর্ব কলকাতার ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিম হল ‘জ্বলন্ত শহর’। শিল্পী কমলেন্দু সেনগুপ্ত।

পুজো কমিটির কর্তা সমীর ঘোষ জানান, ঝরিয়া অঞ্চলের বাসিন্দারা প্রতিদিন অত্যন্ত ঝুঁকির সঙ্গে বসবাস করেন। বহু মানুষ গ্রামকে ঘিরে থাকা খোলামুখ কয়লাখনি থেকে কয়লা চুরি করে। অবৈধভাবে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখানকার ভয়ংকর দূষিত পরিবেশের মধ্যে বেড়ে উঠছে শিশুরা। এসব কয়লাখনি থেকে আগুনের লেলিহান শিখা অবিরাম বেরিয়ে আসছে। আগুনের গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, গাছপালা ও জমিজমা। ঝরিয়ার খনি অঞ্চলের আগুনের মধ্যেই কোনোরকমে বেঁচেবর্তে আছেন এলাকার সাড়ে ৪ লাখ বাসিন্দা। ভয়ংকর দূষিত পরিবেশেই তাঁরা কোনোরকমে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

durga tangra gholpara 2 30.09

সমীরবাবুর কথায়, “দেবী দুর্গার কাছে আমাদের সবার কাতর প্রার্থনা ঝরিয়ার সাধারণ বাসিন্দা ও শ্রমজীবী মানুষ যেন এমন দূষিত পরিবেশ থেকে মুক্তি পান। কবে সুস্থভাবে বাঁচতে পারবেন তাঁরা? কবে নিভবে মাটির নীচে অনবরত জ্বলতে থাকা আগুন? ঝরিয়ার খনি অঞ্চলের বাসিন্দারা সুস্থ ভাবে বাঁচার রসদ পেলে সেটাই হবে আমাদের কাছে সেরা পুরস্কার। আমাদের থিমের মাধ্যমে আমরা চাইছি প্রশাসন ও মানুষ একটুখানি হলেও ভাবুক ঝরিয়ার মানুষের কথা।”

কোথায় এই মণ্ডপ

ইএম বাইপাসে মাঠপুকুর স্টপেজ। উল্টোডাঙার দিক থেকে এলে সায়েন্স সিটির আগের স্টপেজ মাঠপুকুর মোড়ে এসে ডানদিক ধরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের পাশ দিয়ে ধাপা রোড ধরে এগিয়ে চলুন। আর সায়েন্স সিটির দিক থেকে এলে মাঠপুকুর মোড়ে এসে বাঁদিকে ধাপা রোড ধরুন। বেশ খানিকটা যাওয়ার পর বাঁদিকে দেবেন্দ্র চন্দ্র দে রোড ধরুন। খানিকটা গিয়ে বাঁদিকে প্রভু রাম সরকার লেন। ওই রাস্তায় কিছুটা গেলেই ট্যাংরা ঘোলপাড়ার মণ্ডপ।  

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় এবার তিলোত্তমার ছায়া

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

দুর্গোৎসব ২০২৪: এবার কোহিনূরের ইতিহাসে জ্বলজ্বল করবে বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

রেলযাত্রায় ফোন চুরি? RPF-এর সঙ্গে হাত মিলিয়ে এবার খুঁজে দেবে টেলিযোগাযোগ দপ্তর

রেলযাত্রায় ফোন চুরি বা হারিয়ে গেলে আর দুশ্চিন্তা নয়। এবার টেলিযোগাযোগ বিভাগ ও আরপিএফ একসঙ্গে কাজ করবে হারানো ফোন খুঁজে বের করতে। সিইআইআর পোর্টাল ব্যবহার করে ফোন ব্লকও করা যাবে সহজেই।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...