Homeশিক্ষা ও কেরিয়াররাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

প্রকাশিত

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতে কাজের সুযোগ। ৯টি শূন্যপদ। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://recruitment-cidwb.in/application/form। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক ভাবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট-আউট ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। পরীক্ষার জন্য আলাদা করে কোনো ফি জমা দিতে হবে না। স্ক্রিনিং টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সিআইডির তরফে জারি করা কল লেটার ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার দিন কল লেটারের প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সমস্ত কিছু জানানো হবে সিআইডির ওয়েবসাইট (https://cid.wb.gov.in) মারফত। তাই বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটের দিকে। প্রতিটি পদের জন্যই মাসে বেতন মিলবে দেড় লাখ টাকা করে।

কী কী পদে নিয়োগ

মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GASF, IACIS সার্টিফায়েড মোবাইল ডিভাইস এগজামিনার হিসাবে।

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GNFA, Network+, CCIE, CCNA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সংক্রান্ত বিষয় সম্যকজ্ঞান থাকতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE, CREST বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Comp TIA Cloud Essentials, GCFA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদ – ১টি

ক্রিপ্টো অ্যানালিস্টস পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CEH, OSCP বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GASF, IACIS certified Mobile device examiner, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে। Falcon, TX1, FTK, En Case প্রভৃতি টুল ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।