Homeশিক্ষা ও কেরিয়াররাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

প্রকাশিত

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতে কাজের সুযোগ। ৯টি শূন্যপদ। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://recruitment-cidwb.in/application/form। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক ভাবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট-আউট ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। পরীক্ষার জন্য আলাদা করে কোনো ফি জমা দিতে হবে না। স্ক্রিনিং টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সিআইডির তরফে জারি করা কল লেটার ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার দিন কল লেটারের প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সমস্ত কিছু জানানো হবে সিআইডির ওয়েবসাইট (https://cid.wb.gov.in) মারফত। তাই বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটের দিকে। প্রতিটি পদের জন্যই মাসে বেতন মিলবে দেড় লাখ টাকা করে।

কী কী পদে নিয়োগ

মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GASF, IACIS সার্টিফায়েড মোবাইল ডিভাইস এগজামিনার হিসাবে।

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GNFA, Network+, CCIE, CCNA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সংক্রান্ত বিষয় সম্যকজ্ঞান থাকতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE, CREST বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Comp TIA Cloud Essentials, GCFA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদ – ১টি

ক্রিপ্টো অ্যানালিস্টস পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CEH, OSCP বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GASF, IACIS certified Mobile device examiner, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে। Falcon, TX1, FTK, En Case প্রভৃতি টুল ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।