Homeশিক্ষা ও কেরিয়ার১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের...

১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের সেট পরীক্ষা (SET)

প্রকাশিত

প্রথমে ঠিক ছিল ১ ডিসেম্বর হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট পরীক্ষা (CTET)। নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে ১ ডিসেম্বর নয় ২০তম সিটেট পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে গেল। প্রশাসনিক কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে সিবিএসই।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরিতে নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিটেট বা নেয়।

এদিকে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা (SET) নেবে আগামী ১৫ ডিসেম্বর। সেট পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একই দিনে পড়ছে সিটেট ও সেট পরীক্ষা।

সেট পরীক্ষার জন্য ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। ডিসেম্বরে পরীক্ষা হলেও আগেভাগেই সেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেট পরীক্ষার সুরক্ষা নিশ্ছিদ্র করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন, যাতে পরীক্ষায় কোনোরকম কারচুপি হলেই তা সহজে ধরা যায়। এমনই জানিয়েছিলেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বার সেট পরীক্ষা হয়েছে। গত এক দশকে সেট পরীক্ষায় পাশ করেছেন ২৭,৫০৪ জন। এ বছর ৩৩টি বিষয় সেট পরীক্ষা হবে। ১৫ ডিসেম্বর ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পূর্ণ মান ১০০। ৫০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এক ঘণ্টার পরীক্ষা। জেনারেল টিচিং ও রিসার্চের গভীরতা যাচাই করা হবে। সাধারণ জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক ১০০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ২ ঘণ্টার পরীক্ষা হবে।

এদিকে আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই জানিয়েছিল আগামী ১ ডিসেম্বর ২টি শিফটে সিটেট পরীক্ষা হবে। সিবিএসই-র সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা ১ ডিসেম্বরের বদলে ১৫ ডিসেম্বর নেওয়া হবে। বাকি সবকিছু অপরিবর্তিত আছে। পরীক্ষার রেজিস্ট্রেশন ও আবেদনমূল্যে কোনো বদল হয়নি। আর পরীক্ষার সময়সূচিও একই আছে। অর্থাৎ পেপার ১-এর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর বেলা আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত আর পেপার ২-এর পরীক্ষা হবে ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সিটেট পরীক্ষার সব প্রশ্ন মাল্টিপল চয়েজভিত্তিক হবে। ১৫ ডিসেম্বর ১৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

যাঁরা পরীক্ষায় বসতে আগ্রহী তাঁদের ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েব পোর্টাল ctet.nic.in মারফত। পরীক্ষার নিয়মাবলি, আবেদন করার পদ্ধতি এবং আবেদনমূল্য সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হলে দেখুন – ১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখে নিন ctet.nic.in-এ। ওই ওয়েবসাইটে গিয়ে INFORMATION BULLETIN (PDF) ডাউনলোড করে নিন। ওই বুলেটিনে সব তথ্য এবং পরীক্ষার সিলেবাসও পেয়ে যাবেন।

আরও পড়ুন

প্রায় ১ বছর পর ক্যাম্পাসে নিয়োগ শুরু করল ভারতের আইটি কোম্পানিগুলি, তবে চাহিদার ক্ষেত্রে এসেছে বদল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।