গোটা বিশ্বের মধ্যে অগ্রগণ্য বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান হল সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। গবেষণা ও শিক্ষাদানের কাজে যুক্ত থাকতে হবে। পিএইচডি গবেষকদের সুপারভাইজ করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বিজ্ঞান ও অ্যাপ্লায়েড সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণিতে পাশ করতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। স্নাতকোত্তর পাশ করার পর গবেষণার কাজে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী অধ্যাপক পদে মাসে বেতন মিলবে ৭৮৮০০ টাকা করে। সহযোগী অধ্যাপক পদে মাসে বেতন মিলবে ১,২৩,১০০ টাকা করে। গবেষণার কাজে, বই কেনার জন্য ও সম্মেলনে অংশ নেওয়ার জন্য অতিরিক্ত ভাতা মিলবে।
কীভাবে করবেন আবেদন
৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় Registrar, Satyendranath Bose National Centre for Basic Sciences, Block-JD, Sector-III, Salt Lake, Kolkata 700106। ইমেইলেও পাঠাতে হবে এই ইমেইল আইডি মারফত facultyapplications_2025@bose.res.in


