Homeশিক্ষা ও কেরিয়ারবিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৫০০ ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, রাজ্যে এই প্রথমবার

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৫০০ ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, রাজ্যে এই প্রথমবার

প্রকাশিত

পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষার মান উন্নয়নে এক বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই প্রথমবার রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের শিক্ষককে বলা হবে ‘স্পেশাল এডুকেটর’।

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক এবং নবম-দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে এই নিয়োগের জন্য থাকবে কিছু বিশেষ শর্ত। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। কেবলমাত্র রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করা প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবেন।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই মুহূর্তে স্পেশাল এডুকেটরের প্রায় আড়াই হাজার পদ ফাঁকা রয়েছে। বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের আরও বেশি সহায়তা দিতে, এই শিক্ষকদের একাধিক স্কুলে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য তিন মাসের মধ্যে স্পেশাল এডুকেটরের পদ সৃষ্টি করতে হবে। বিচারপতি রাজাশেখর মান্থার সেই রায়ের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে।

এতদিন রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে শিক্ষার ক্ষেত্রে এই পড়ুয়ারা নানা সমস্যার সম্মুখীন হতেন। বিশেষত, যোগ্য শিক্ষকের অভাবে তাদের শিক্ষার মান বাধাপ্রাপ্ত হতো। এবার এই উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।